নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট সম্পর্কিত ওয়েব পোর্টাল ক্রিকইনফো গত ২৫ বছরের সেরা ইনিংসের যে জরিপ চালাচ্ছে তাতে এখনো অব্দি এগিয়ে আছে চলতি বছরে লংকান উইকেট-রক্ষক ব্যাটসম্যান কুশাল পেরেরার সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা ১৫৩ রানের অপরাজিত ইনিংসটি। তৃতীয় দিনের ফলাফলে পেরেরা পেয়েছেন ৩২,১০০ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা স্টোকসের ঝুলিতে জমা পড়েছে ২০,৪০০ ভোট। তৃতীয় স্থানে অনড় রয়েছে ব্রায়েন লারার ইনিংসটি। এর পক্ষে ভোট পড়েছে ১৩,৭০০ টি। চতুর্থ পজিশনে ১১,০০০ ভোট নিয়ে অবস্থান করছে ভিভিএস লক্ষ্মণের ইনিংসটি। আর পঞ্চম স্থান দখলে রয়েছে ইনজামামুল হকের ইনিংসটির। যার পক্ষে ভোট দিয়েছেন ৫,৬০০ জন।