নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট রেকর্ডের খেলা। রেকর্ড ভাঙ্গা গড়া ক্রিকেটের এক অবধারিত নিয়ম হয়েছে। আজ এ রেকর্ড হয় তো কাল আরেকটি রেকর্ড। রেকর্ড যেন হয় রেকর্ড ভাঙ্গার জন্য। ক্রিকেটে ছোট বড় অদ্ভুত রেকর্ডের অভাব নেই। তেমনি ওয়েস্ট ইন্ডিজ আরেকটি রেকর্ডের অংশীদার হলো যা ক্রিকেট বিশ্বে প্রথম। ক্রিকেট বিশ্বে এই প্রথম টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১২ জন ব্যাটিংয়ের রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ।
এই নতুন নিয়ম আইসিসির নিয়ম মেনেই হয়েছে। ফুটবলে বদলি খেলোয়াড় অহরহ দেখা যায়। কিন্তু ক্রিকেটে এ নিয়ম একেবারেই নতুন। আইসিসির নিয়ম মোতাবেক যদি কোনো খেলোয়াড় চোট পায় তাহলে তার বিপরীতে বদলি খেলোয়াড় মাঠে নামতে পারবে। আগে ছিলো আঘাত পেলে বদলি খেলোয়াড় শুধু ফিল্ডিং করতে পারবে। আর এখন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিণটিই করতে পারবে।
যদিও বদলি খেলোয়াড় নামা এটি ক্রিকেটে প্রথম নয়। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ জোফরা আর্থারের বাউন্সারে আঘাত পান। এরপর তার স্থলাভিষিক্ত হয়ে মাঠে নামেন মার্নাস লাবুসচাগনে। তবে স্মিথ ব্যাটিং করতে পারেননি তাই অজিদের ইনিংসে ১১ জন ব্যাটসম্যান ছিলো।
আর একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টে। তবে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো খেললো ১২ জন ব্যাটসম্যান। জাসপ্রিত বুমরাহর বলে আঘাত পান ব্রাভো। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেননি ব্রাভো। আর তার বদলে মাঠে নামেন জার্মেই ব্ল্যাকউড। আর নেমে করেন ৩৮ রান। আর নেমে হয়ে গেলেন ইতিহাসের অংশ।