১০ বছর পর টেস্ট দলে ফাওয়াদ!

এ কে শাহেদ »

প্রায় ১০ বছর পর পাকিস্তানের মাটিতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়ানডে ও টি-টোয়েন্টি পর এবার টেস্ট ক্রিকেট ও ফিরছে। কয়েকদিন বাদেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশীপের ম্যাচ খেলবে পাকিস্তান।৷ আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই স্কোয়াডে দীর্ঘ ১০ বছর পর দলে ফিরেছেন ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলম।

ফাওয়াদ আলম’কে ছাড়াও দলে ফিরেছে পেসার উসমান খান শিনওয়ারি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তিনি। তাছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যান ইফতিখার আহমেদের পরিবর্তে ডাক পেয়েছেন ফাওয়াদ। নঅন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে উইকেট শূন্য থাকা মোহাম্মদ মুসার পরিবর্তে ডাক পেয়েছেন উসমান খান শিনওয়ারি।

ফাওয়াদ আলম ২০০৯ সালে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেন পাকিস্তানের জার্সিতে। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে টেস্ট অভিষেক হয় তাঁর। নিজের অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে সামর্থ্যের প্রমাণ দেন তিনি। তার পর মাএ দুটি টেস্ট খেলেন। তার পর আর দেখা যায় নি তাকে। যদিও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ এই বাঁহাতি। ১৬৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৬.৮৪ গড়ে ৩৪টি সেঞ্চুরি ও ৬০টি অর্ধ-শতকে ১২২২২ রান সংগ্রহ করেছেন তিনি।

আগামী ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে পাকিস্তান। দু ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ১৯ ডিসেম্বরে করাচিতে।

পাকিস্তান স্কোয়াডঃ

আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, বাবর আজম, আসাদ শফিক, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমাম-উল-হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ ও উসমান খান শিনওয়ারি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »