নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাঁচবছর পর আবারো আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে হোয়াইটওয়াশ হয়ে গেলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে তিনটিতে হোয়াইটওয়াশ হয়ে গেলো বাংলাদেশ। আজ ৩য় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ নেমেছিলো হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তবে সেই আশায় গুড়ে বালি। আজ ৩য় ও শেষ ওয়ানডেতে ১২২ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ।
আজ টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৯৪ রান করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৯০ বলে ৮৭ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়া কুশল মেন্ডিস- ৫৪, করুণারত্নে- ৪৬ ও কুশল মেন্ডিস- ৪২ রান করেন। এবং বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন সৌম্য সরকার ও শফিউল ইসলাম।
আর নির্ধারিত লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। ৩৬ ওভারের মধ্যেই ১৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। আর বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন সৌম্য সরকার এবং তাইজুল ইসলাম করেন ৩৯ রান। আর লংকানদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শানাকা।
পাঁচ বছর পর হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ এবং সিনিয়রদের ব্যর্থতা এবং জুনিয়রদের ব্যর্থতা সবমিলিয়ে এগুলো অনেক বেশি ভাবাবে বোর্ডের কর্তাদের। এই ব্যর্থতা কেন হলো তা নিয়ে সকলকে বসতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে।