“হোম অব ক্রিকেট” এর চেহারা বদলাচ্ছে!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দেশের ক্রিকেটের কেন্দ্রবিন্দু বলা হয় মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামকে৷ আর এজন্যই একে বলা হয় “হোম অব ক্রিকেট”। টানা খেলার ধকল সামলানো এই স্টেডিয়ামের বেশ সংস্কারকাজ প্রয়োজন। আশার কথা হলো বিপিএলকে সামনে রেখে শুরু হচ্ছে স্টেডিয়ামের সংস্কার কাজ।

আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল। এই আসরের উদ্বোধনী ম্যাচ সহ বেশিরভাগ ম্যাচই হবে এই স্টেডিয়ামে। তবে এবার চেহারা বদল হচ্ছে হোম অব ক্রিকেটের৷ দর্শকদের জন্য নতুন করে সাজছে মিরপুর স্টেডিয়াম।

বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ বিপিএলের জন্য সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বক্সের ঠিক সামনে বিশেষ এক মঞ্চ প্রস্তুত হচ্ছে৷ আর এই মঞ্চেই আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিরপুরের মাঠ দিনদিন উন্নত হচ্ছে। বেহাল দশা গ্যালারির। ভেঙে গেছে বেশিরভাগ চেয়ারই। কিছু কিছু জায়গায় তো চেয়ারই নেই। তবে বিপিএলের আগেই মিরপুরে বসছে নতুন চেয়ার।

এতদিন বিদেশি একটি কোম্পানির সাথে চুক্তি ছিলো গ্যালারির চেয়ারের৷ কিন্তু এবার এই কাজের দায়িত্ব পাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। এরাই করবে গ্যালারি সংস্কারের কাজ। এমনকি তাদের কাজে সন্তুষ্ট হলে হতে পারে দীর্ঘমেয়াদী চুক্তিও।

মিরপুরের হোম অব ক্রিকেটের ধারণ ক্ষমতা ২৬ হাজার। মূলত ঢাকায় অবস্থিত বলেই সবধরনের ক্রিকেটীয় কার্যক্রম চলে এখানে। অত্যাধুনিক আরো স্টেডিয়াম থাকলেও ২০০৬ সালে নির্মিত এই স্টেডিয়াম দেশের ক্রিকেটের ঘরবাড়ি। তবে এতদিন দর্শকরা ভোগান্তি পোহালেও এবার আশার আলো জ্বলছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »