https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে হারার পর দ্বিতীয় ওয়ানডেতেও হেরে বসেছে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল হেরেছে ৪ উইকেটের ব্যবধানে।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল শুরুটা দারুণ করে। ওপেনার এনামুল হক বিজয় ২৬ রান করে ফিরে গেলেও ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ৪০ রান। এদিকে অধিনায়কের দায়িত্ব পালন করা মোহাম্মদ মিঠুন করেন ৯৪ বলে ৮৫ রান। এছাড়া মোহাম্মদ নাইম ৪৯ এবং সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ৩৫ রান। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ‘এ’ দল ৯ উইকেট হারিয়ে করে ২৭৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে ইবরাহিম জাদরানের ১২৭ রানের দুর্দান্ত ইনিংসের সাথে মিডল অর্ডার ব্যাটসম্যানরা ছোট ছোট সংগ্রহ করেন। শেষের দিকে ম্যাচটি বের করে নেন দুই অপরাজিত ব্যাটসম্যান শরাফউদ্দিন আশরাফ এবং ফজল নিয়াজাই। আশরাফের ব্যাট থেকে আসে ৩৬ রান এবং নিয়াজাইয়ের ব্যাট থেকে আসে ১৫ রান। ফলে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় নিশ্চিত করে আফগানিস্তান ‘এ’ দল।