দুর্জয় দাশ গুপ্ত »
বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা পর্বে উড়ন্ত সূচনার পর চট্টগ্রামে পর্বের শুরুটাও দারুণ করেছিলো খুলনা টাইগার্স। টানা তিন ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ ওঠে মুশফিকুর রহীমের দল। কিন্তু চট্টগ্রামে নিজেদের শেষ দুটি ম্যাচে হোঁচট খেয়েছে তারা।
এদিকে খুলনার টানা দুই হারে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। টেবিলের তিন নম্বরে থেকে ২৭ ডিসেম্বর পুনরায় ঢাকা পর্ব শুরু করবে খুলনা। তবে পিছিয়ে পড়লেও খুলনার অভিজ্ঞ ব্যাটসম্যান শামসুর রহমান শুভ মনে করেন, পয়েন্ট টেবিল না জমলে একটা টুর্নামেন্টে রোমাঞ্চ থাকে না।
রাজশাহী রয়্যালসের বিপক্ষে প্রথম দেখায় রোমাঞ্চকর এক জয় পেয়েছিল খুলনা। ফিরতি দেখায় রাজশাহীর দলীয় পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারলো না মুশফিকুর রহীমের দল। খুলনার হয়ে এই ম্যাচে ব্যাট হাতে একা কেবল লড়াই করেছেন শামসুর রহমান শুভ।
তার ফিফটির ওপর ভর করে ১৪৫ রানের মাঝারি মানের পুঁজি পায় খুলনা। তবে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে আসা শামসুর রহমান পয়েন্ট টেবিল নিয়ে মজা করে বলেন, ‘পয়েন্ট টেবিল না জমলে তো টুর্নামেন্ট মজা লাগবে না। আমরা একটু জমিয়ে দিলাম, একটু মাত্র খেললাম এই আর কি।’
শুভ মূলত টপ অর্ডার ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও খুলনার হয়ে মিডল অর্ডারে খেলতে হচ্ছে তাকে। তবে দলের প্রয়োজনে যেকোনো জায়গায় খেলতে রাজি আছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তিনি জানিয়েছেন, অনুশীলনে নিজেকে ঠিক এভাবেই প্রস্তুত করেন।
এক টানা দুই ম্যাচ হারলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী খুলনা টাইগার্স। ঢাকা পর্বের পরের ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা করবে দলটি। তবে আবার মোমেন্টাম ফেরাতে একটি জয়ই যথেষ্ট বলে মনে করছেন শুভ। টুর্নামেন্ট ঠিক যেভাবে শুরু করেছিলেন, সেভাবেই শেষ করার প্রত্যয় তাঁর মুখে।
এ নিয়ে শুভ বলেন, ‘এখনও বিশেষ কোনো পরিকল্পনা হয়নি। যেহেতু আমাদের পরের দুটি ম্যাচ ২৭ এবং ২৮ ডিসেম্বর তার আগে আমরা বসবো ও ভালো পরিকল্পনা করবো। এমনটা হয় ক্রিকেটে। আমাদের শুরুটা ভালো হয়েছে। তবে টুর্নামেন্টে একটা সময় আপনি হারবেন এবং একটা সময় আপনি জিতবেন এটাই স্বাভাবিক।’
‘টি-টোয়েন্টি ক্রিকেট মোমেন্টামের খেলা। যেটা শেষ দুই ম্যাচে ৪০ ওভারে আমরা পারিনি, না ব্যাটিংয়ে না পেরেছি বোলিংয়ে। যত দ্রুত সম্ভব মোমেন্টামটা নিজেদের দিকে যদি আনতে পারি তবে যেভাবে আমরা শুরু করেছিলাম ওইভাবে টুর্নামেন্ট শেষও করতে পারবো’ – যোগ করেন তিনি।