নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সামনে রংপুরের দেওয়া ১৮৬ রানের লক্ষ্যমাত্রা।
এই রান তাড়া করতে নেমে প্রথম বলে উইকেট হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতেই ধাক্কা। তবে ধাক্কাটা শুধু যেন এই প্রথম বলেই! ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। লিটন দাসের নতুন সঙ্গী। এরপর যা করেছেন তা রীতিমত অবিশ্বাস্য। চার-ছয়ের ফুল ফুটিয়ে দুজনে প্রায় দেড়শ রানের জুটি গড়ে ম্যাচ বের করে নেন সহজেই!
প্রথম কোয়ালিফায়ারে সোমবার (২৬ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সের মুখোমুখি হয় কুমিল্লা। টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৮৫ রান করে রংপুর। তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ফাইনালের টিকিট কাটে চার-বারের চ্যাম্পিয়নরা।
এত বড় লক্ষ্য এত সহজে কীভাবে তাড়া করেছে কুমিল্লা? ম্যাচের স্কোরকার্ডের দিকে লক্ষ্য করলেই হবে স্পষ্ট। শূন্য রানে উইকেট হারানোর পর ১৪৩ রানের জুটি। হৃদয় মাত্র ৪৩ বলে ৬৪ রানের ইনিংস খেলে আউট হলে ভাঙে এই জুটি। ততক্ষণে ম্যাচ রংপুরের হাত থেকে ফসকে গেছে।
হৃদয়ের সঙ্গে এই জুটিই কি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে কুমিল্লার অধিনায়ক লিটন জানান, তার জীবনে কখনো এমন সুন্দর জুটি ছিল না! অর্থাৎ হৃদয়ের সঙ্গে এই জুটি তার জীবনের সেরা!