https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে রান পাহাড় গড়ে জয়ের দেখা পেয়েছে উইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ানদের জয় ৯১ রানের।
প্রথমে ব্যাট করা উইন্ডিজ কিউই বোলারদের কাঁদিয়ে রানের ফোয়ারা ছুটান ক্রিজে। ওপেনার ক্রিস গেইল ২২ বলে ৩৬ রান করে ফিরে গেলে শুরু হয় শাই হোপের তাণ্ডব। ৮৬ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। অপর প্রান্তে থাকা লুইসও তুলে নেন ফিফটি। মাত্র ২৫ ওভারের আগেই ক্যারিবিয়ানদের সংগ্রহ দাঁড়ায় ২০০ ছুঁই ছুঁই। দলের মিডল অর্ডারের বাকি ব্যাটসম্যানরাও ক্রিজে এসে ঝড় অব্যাহত রাখেন। হোল্ডারের ৩২ ৪৭ ও ২৫ বলে ৫৪ রান করেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। দলের বাকি ব্যাটসম্যানদের ছোট ছোট ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারের ৪ বল আগেই সব কয়টি উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা স্কোরবোর্ডে জড়ো করে ৪২১ রানের পাহাড়।
সেই রান পাহাড় টপকাতে গিয়ে শুরুতেই হোঁচট খায় কিউইরা। দলীয় ৩৩ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে ধুকতে থাকে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন এবং টম ব্লান্ডেল মিলে দলের হাল ধরেন। উইলিয়ামসন ৮৫ রানে বিদায় নিলেও ১০৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তরুণ ব্লান্ডেল। দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে ইশ সোধি ১৬ বলে ৩৯ রান করলেও জয়ের জন্য তা ছিল খুবই নগণ্য। ইনিংসের ১৬ বল বাকি থাকতে কিউইরা অলআউট হয় ৩৩০ রানে। ফলে হার বরণ করে নিতে হয় ৯১ রানের।