হাসিই বড় রিভেঞ্জ!

মমিনুল ইসলাম »

পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনাল ছিলো উত্তপ্ত। প্রথমবারের মতো ফাইনালের লড়াইয়ে নেমে প্রতিপক্ষের বুকে আগুন ধরিয়েছেন যুবারা। অগ্নিঝরা বোলিংয়ে ভারত শিবিরকে করেছেন বিধ্বস্ত। পুরো ম্যাচ জুড়েই ছিলো আগ্রাসন।

বিশেষত ক্রিজ কামড়ে পড়ে থাকা আকবর আলীকে সহ্য করতে হয়েছে ভারতের মাত্রাতিরিক্ত স্লেজিং। এরপরও দমে যাননি অভিজ্ঞ এ-ই দলনেতা৷ ঠান্ডা মাথায় সামলেছেন সবকিছু। চেষ্টা করেছেন সব চাপিয়ে নিজের সেরাটা দেওয়ার।

ভারতীয়দের স্লেজিং সহ্য করেছেন হাসিমুখে৷ এমন উত্তেজনামূলক মুহূর্তে নিজেকে কিভাবে সামলেছেন এ-র জবাবে আকবর বলেন, ‘স্মাইলিং ইজ দ্যা বেস্ট রিভেঞ্জ’ এই নিয়ম মেনেই সামলেছেন পরিস্থিতি।

গতকাল দেশে ফিরেই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। রাতটা বিসিবিতে কাটিয়ে সকালে রওনা দিয়েছেন নিজ গন্তব্যে। যাওয়ার পূর্বে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান কীভাবে সামাল দিয়েছেন এসব পরিস্থিতি।

আকবর জানান- ‘আমি একটি জায়গায় আটকে ছিলাম যে স্মাইলিং ইজ দ্যা বেস্ট রিভেঞ্জ। ওরা যত বেশি স্লেজ করছিলো, চিন্তা করছিলাম ততোটা হাসি হয়তো তাঁদের ওপর অন্যরকমভাবে প্রভাব ফেলতে পারে। সেটাই চেষ্টা ছিল।’

মাঠের লড়াই শেষে ও আগ্রাসন কমেনি দু’দলের। জড়িয়ে পড়েন বিবাদে। শাস্তি পেয়েছেন ৫ ক্রিকেটার। পরবর্তীতে অবশ্য ভালো সময় কাটিয়েছেন বলে মন্তব্য আকবরের- ‘আমরা মাঠে জেতার জন্য খেলেছি। ওরাও খেলেছে। আমি নিজেও এটি পছন্দ করি। জেতার পর আমরা হোটেলে ফিরে একসাথে দুই দিন কাটিয়েছি। ওদের সাথে অনেক গল্পগুজব করেছি। ভারতীয় প্লেয়ার-কোচ সবাই আমাদের এপ্রিশিয়েট করেছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »