https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরে পাকিস্তানের ম্যাচ বাকি আর মাত্র একটি। যদি প্রথম পর্বের বাধা টপকে সেমি ফাইনালে যেতে পারে সরফরাজের দল তাহলে অবশ্য ম্যাচের সংখ্যা বাড়তে পারে।
পয়েন্ট টেবিলের মারপ্যাঁচে সেমি ফাইনালে যাওয়ার সুযোগ এখনও রয়েছে বাংলাদেশেরও। বাকি দলগুলোর মধ্যে ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডও নিশ্চিত করতে পারেনি নিজেদের সেমি ফাইনাল। তবে পাকিস্তান দল বাংলাদেশের বিপক্ষে জয় পেলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।
সমীকরণ যখন এমন তখন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মনে করেন বাংলাদেশ দলকে হালকাভাবে নেয়ার নেই কোনো সুযোগ।
আফ্রিদি বলেন, ‘এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল অসাধারণ ক্রিকেট খেলছে। তাই তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। পাকিস্তানকে তারা এই ম্যাচে ভোগাতে পারে। খুবই দারুণ একটা ম্যাচ হবে বলে আশা করি।’
পাকিস্তানের ক্রিকেটারদের উদ্দেশ্য করে শহীদ আফ্রিদি বার্তা দিয়ে রাখেন। তার ভাষ্য, ‘খেলোয়ারদের উচিন নিজেদের খেলার দিকে মনোযোগ দেয়া। যাতে করে শেষ ম্যাচ জিতে সেমি ফাইনালে জায়গা করে নেয়া যায়। পাকিস্তান দলের উচিত নিজেদের শক্তিমত্তা প্রমাণ করে ইতিবাচক ক্রিকেট খেলা।’