হারের বৃত্তে ঘুরছে ঢাকা, বেরিয়ে এলো খুলনা

ডেস্ক রিপোর্ট »

হারের বৃত্তেই যেন ঘুরপাক খাচ্ছে বেক্সিমকো ঢাকা। নিজেদের তৃতীয় ম্যাচেও জেমকন খুলনার কাছে () রানে হেরে প্রথম তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন সংখ্যাই যোগ করতে পারেনি দলটি।

ঘরোয়া টি২০ আসরে ঢাকা বিভাগীয় দলের আধিপত্য ছিলো বরাবরের। তারকাবহুল দলের সাথে পারফরম্যান্সও ছিলো উজ্জ্বল। তবে এবার অনেকটাই ব্যাতিক্রম। প্রথম ৩ ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের শেষে অবস্থান করছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা।

জেমকন খুলনার দেওয়া ১৪৭ রানের জবাবে মাত্র ১০৯ রানেই অল আউট হয়ে যায় বেক্সিমকো ঢাকা। খুলনার দেওয়া টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপাকে পরে ঢাকা। ৪ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ১৪ রানে সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে ফিরে যান অপর ওপেনার নাইম শেখ। পরের ওভারে রবিউলও ফিরে গেলে বিপাকে পরে ঢাকা। এরপর অধিনায়ক মুশফিকুর রহিম এবং ইয়াসির আলি কিছুটা সামাল দেবার চেষ্টা করলেও সেটি হার এড়াতে পারেনি বেক্সিমকো ঢাকার।

দলীয় ৭১ রানে ৫৭ রানের জুটি ভাঙেন তরুণ পেসার হাসান মাহমুদ। এরপর বিদ্যুৎ গতিতে উইকেট পড়তে থাকে বেক্সিমকো ঢাকার। ১৪৭ রানের জবাবে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় বেক্সিমকো ঢাকা। সর্বোচ্চ ৩৭ রান করেন মুশফিকুর রহিম। শুভাগত হোম এবং শহিদুল ইসলাম নেন ৩টি করে উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নামে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন জেমকন খুলনা। গত ম্যাচের মত এই ম্যাচেও ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের সাথে ব্যাটিং করতে নামেন সাকিব আল হাসান। তবে বরাবরের মতই খুলনার শুরুটা হয় নড়বড়ে। তৃতীয় ওভারে বিজয়, চতুর্থ এবং ষষ্ঠ ওভারে সাকিব আল হাসান এবং জহুরুল ইসলাম আউট হলে খাঁদের কিনারে চলে যায় জেমকন খুলনা। প্রথম পাওয়ার প্লেতে ৩৫ রান তুলতেই খুলনার নেই ৩ উইকেট।

চতুর্থ উইকেট জুটিতে ইমরুল কায়েস এবং অধিনায়ক মাহমুদউল্লাহ কক্ষপথে ফেরান খুলনাকে। ৫৬ রানের ভয়ংকর হয়ে উঠতে থাকা জুটি ভাঙেন স্পিনার নাইম হাসান। দলীয় ৮৬ রানে এলবিডব্লুর ফাঁদে ফেলে ইমরুল কায়েসকে আউট করেন নাইম।

৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নেমে ঝড়ো শুরু করেন হার্ড হিটার আরিফুল হক। তবে সেটাকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী করে আরিফুল হককে প্যাভিলিয়নের পথ ধরান রুবেল হোসেন। এরপরে নিয়মিত বিরতিতে উইকেটের পতন হলে জেমকন খুলনা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এদিকে এদিন বেক্সিমকো ঢাকার হয়ে গতির ঝড় তোলেন রুবেল হোসেন। দুর্দান্ত বোলিংয়ে এদিন ৩ টি উইকেট শিকার করেন রুবেল।

সংক্ষিপ্ত স্কোরঃ
জেমকন খুলনাঃ ১৪৬/৮(২০)
মাহমুদউল্লাহ রিয়াদ ৪৫(৪৭), ইমরুল কায়েস ২৯(২৭)
রুবেল হোসেন ৪-০-২৮-৩, শফিকুল ইসলাম ৪-০-৩৪-২

মুশফিকুর রহিম ৩৭(৩৫), ইয়াসির আলি ২১(২৯)
শুভাগত হোম ৩.২-০-১৩-৩, শহিদুল ইসলাম ৪-০-৩০-৩

ফলাফলঃ জেমকন খুলনা ৩৭ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »