নিউজ ডেস্ক »
আফগানিস্তান ক্রিকেটে অ্যান্ডি মোলেস অনেক বড় একটি নাম। আফগানিস্তানের আজকের এই অবস্থানে আসার পেছনে সবচেয়ে বড় অবদান এই অ্যান্ডি মোলেসের। দলের হেড কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তারপর চুক্তি শেষ হবার পর বোর্ডে ‘ডিরেক্টর অব ক্রিকেট’ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে একটি আকস্মিক ঘটনায় পা হারাতে হয় তাকে।
গত বছর বাংলাদেশ সফরের আগে আবুধাবিতে অনুশীলন ক্যাম্প করছিলো আফগানরা প্রস্তুতি হিসেবে। সেখানে ৪৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় প্রখর রোদে ৫ কিলোমিটার হেটেছিলেন তিনি। এতে তার বাম পায়ের পাতার চামড়া উঠে যায়। এবং এতে ডাক্তার তাকে তার বা পায়ের ছোট আঙ্গুলটি কেটে ফেলার কথা বলে।কিন্তু বিপত্তি বাধে আরেক জায়গায়। তার বা পায়ে ‘এমআরএসএ বাগ’ নামের এক ভাইরাস সংক্রমণের ফলের পুরো পা ই কেটে ফেলার মতো অবস্থা হয়। এবং ডাক্তারের পরামর্শে তার বা পা কেটে ফেলা হয়। এরপর সেখানে তিনি একটি কৃত্রিম পা লাগান।
তিনি জানেন তার কাজ মাঠে নয় মাঠের বাইরে। পা হারানোতে তিনি মোটেও ভেঙ্গে পরেনি। বরং তিনি মানসিক ভাবে নিজেকে শক্ত রেখেছেন। তিনি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘ক্রিকেট নিয়ে আমার জ্ঞান কমে যায়নি। আমার তো আর পুরো মাঠ দৌড়ানোর প্রয়োজন নেই৷ আমি বার্তা পাঠাতে পারি৷ কৌশল কি হবে তা নিয়ে নিয়ে কথা বলতে পারি৷ ফলে এটা আমার কাছে কোনও বিষয় মনে হচ্ছে না।’
তিনি আফগানিস্তান ক্রিকেট টিমকে একটি চ্যালেঞ্জিং দল হিসেবে গড়তে চান।
নিউজক্রিকেট/এইচএএম