হারলেও সমর্থন বজায় রাখতে বলেছেন শান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

টি২০ বিশ্বকাপ খেলতে এই মুহুর্তে আমেরিকা অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আমেরিকার বিপক্ষে সিরিজ পরাজয়ের পর সমালোচনার ঝড় উঠেছে ক্রীড়াঙ্গনে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পরাজয় এবং বিশ্বকাপের বিষয়ে কথা বলতে হচ্ছে।

 

আমেরিকা সিরিজে হারলেও বিশ্বকাপে ভালো করার স্বপ্নে বিভোর টাইগার সমর্থকরা। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছেন অধিনায়ক শান্তও। তবে বিশ্বকাপে খারাপ করলেও দলের প্রতি সমর্থন রাখার কথা বলছেন শান্ত।

 

নিজের ফেইসবুক পেজে শান্ত বলেন,

‘প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। সেটা যদি হয় বিশ্বকাপের মতো মঞ্চ, তাহলে সেটা আরও গর্বের একটা বিষয়। বিশ্বকাপের সময়টাকে উপভোগ করতে চাই। দলের হয়ে অবদান রাখতে চাই। অধিনায়ক হওয়ার ফলে দায়িত্ব বেড়ে গেছে, এইভাবে চিন্তা করতে চাই না। প্রতিটা দিন দলকে যাতে কিছু একটা দিতে পারি, সেটাই মূল লক্ষ্য থাকবে ‘

‘ফলাফল কি হবে, সেটা নিয়ে চিন্তা করাটা বাড়তি চাপ মনে হয়। নিজের কাজটা ঠিকঠাক করতে চাই। দলের হয়ে অবদান রাখতে চাই। আর দেশে-বিদেশে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেভাবে সমর্থন করে, সেটা আমাদের জন্য অনুপ্রেরণার। বিশ্বকাপের সময় দর্শকদের কাছে একটাই চাওয়া, যদি আমরা কোনো খারাপ পরিস্থিতিতে পরি, তবুও যেন তারা দলের পাশে থাকে এবং সমর্থন করে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »