নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ছুটি কাটিয়ে লম্বা সময় পর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।নিউ জিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের পর অস্ট্রেলিয়াতে পরিবারের কাছে গিয়েছিলেন ছুটিতে। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। এই সিরিজের আগে দলের দায়িত্ব নিতে বৃহস্পতিবার বাংলাদেশে ফেরেন হাথুরুসিংহে।
হাতুরুসিং শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন বিপিএলের খেলা দেখতে। দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ম্যাচটি দেখেছেন। খেলা দেখার সময় তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে জাতীয় দলের নবনিযুক্ত নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। পহেলা মার্চ গাজী আশরাফ আনুষ্ঠানিকভাবে নির্বাচকের দায়িত্ব গ্রহণ করবেন। দুজনের সাক্ষাৎ কেবলই ছিল সৌজন্যতার। দল নিয়ে তারা খুব একটা কথা বলেননি বলে জানা গেছে। সামনে পর্যাপ্ত সময় আছে বলেই দুজনের আজকের আলাপ আলোচনা ছিল শুধুই নিজেদের নিয়ে।