https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে বাংলাদেশ দলের ল্যাজেগোবরে অবস্থার কারণে মেয়াদ থাকা সত্ত্বেও বরখাস্ত করা হয়েছে বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডসকে। শ্রীলঙ্কা সিরিজে তাই হেড কোচের ভূমিকায় থাকছেন খালেদ মাহমুদ সুজন। তবে অন্তর্বর্তীকালিন কোচ দিয়ে কাজ চালিয়ে নিতে পারলেও দীর্ঘ মেয়াদে কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। সেই বিজ্ঞাপনে বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচও সাড়া দিয়েছেন বলে জানা গেছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, ‘কয়েকজন হাই প্রোফাইল কোচ আমাদেরকে সাড়া দিয়েছে। যোগাযোগ করেছে তারা। জাতীয় দলের দায়িত্ব নেয়ার চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তারা বেশি আগ্রহী। তবে আমাদের চাই একজন ফুল টাইম কোচ।’
অন্যদিকে যারা টাইগারদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করছেন তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সুজন। ‘কেউ আগ্রহ দেখালে আমরা তার সাথে যোগাযোগ করছি। কখনও কেউ আগ্রহী হলেও কোচের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝে না। দরজা তাই সবার জন্য উন্মুক্ত রয়েছে। প্রাথমিক তালিকা তৈরি করে এরপর আমরা চূড়ান্ত পদক্ষেপ নিব।’