নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ম্যাচে একটা লড়াই হবে এমনটাই ভেবেছিলো সবাই। কেননা নিজেদের খেলা প্রথম ম্যাচেই ভারতকে ভয় ধরিয়ে দিয়েছিলো হংকং। তবে পাকিস্তানের সাথে লড়াইয়ে তার ছিটেফোটাও দেখা গেলো না। হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হেসেখেলে উড়িয়ে দিয়েছে বাবর আজমের দল।
হংকংয়ের ব্যাটারদের কেউই দুই অংকের ঘরে পৌছাতে পারেননি। এগারোজনের রানের ডিজিটগুলো ছিলো – ৮, ২, ০, ৬, ১, ৪, ৩, ৩, ০, ১, ০। ইনিংস সর্বোচ্চ ১০ রান এসেছে জনাব অতিরিক্ত খাত থেকে। হংকংয়ের ব্যাটসম্যানদের এমন নাজেহাল দশাই করে ছেড়েছে পাকিস্তান।
শুরুটা করেছিলেন নাসিম শাহ। ইনিংসের তৃতীয় ওভারে অধিনায়ক নিজাকাত খান আর বাবর হায়াতকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পঞ্চম ওভারে শাহনেওয়াজ দাহানি আঘাত হানেন হংকং শিবিরে। ২৫ রান তুলে পাওয়ারপ্লে যখন শেষ করে হংকং। এরপরই শুরু আসা যাওয়ার খেলা।
প্রতিপক্ষের দুই স্পিনার শাদাব খান ও মোহাম্মদ নওয়াজের ভেল্কিতেই সব শেষ। দুজন মিলে টানা ৪ ওভার বল করেছেন। তাতেই তাতেই নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউটের লজ্জায় পড়ে দলটি। হার মানে ১৫৫ রানে।
এর আগে পাকিস্তানকে ইনিংসের শুরু থেকেই বেশ চাপে রেখেছিল হংকং। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাবরদের। দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ধীরগতিতে সূচনা করেন ইনিংসের। উদ্বোধনী জুটিতে ১৭ বলে ১২ রান করেন দুই ওপেনার।
এরপর ফখর জামানকে সঙ্গী করে এগিয়ে যান রিজওয়ান। দশ ওভার শেষে ৬৮ রান তোলে পাকিস্তান। ১৫ ওভারেও রান ছিলো ১০০ থেকে কিছু বেশি। এরপর শুরু তান্ডব। তাতে ২০ ওভার শেষে ১৯৩ রানের পুঁজি পায় পাকিস্তান।