স্লো ওভার রেটের কারণে পয়েন্ট হারালো অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক »

ভারতের বিপক্ষে বক্সিং ডে টেষ্ট হেরেছে অস্ট্রেলিয়া। এই টেষ্ট হারার পরে আরও একটি দুসংবাদ পেতে হলো অস্ট্রেলিয়াকে। স্লো ওভার রেটের কারণে তারা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট হারিয়েছে।

চলতি এই ৪ ম্যাচ টেষ্ট সিরিজের ২য় টেষ্ট ম্যাচ থেকে অস্ট্রেলিয়া দলের সব ক্রিকেটার থেকে শাস্তি হিসেবে ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে রাখা হয়েছে। এর সাথে আইসিসির টেষ্ট চ্যাম্পিয়নশিপের চার পয়েন্ট খোঁয়ালো তারা।

আইসিসির আইন অনুযায়ী নির্দিষ্ট করা সময়ে বোলিং শেষ করতে ব্যর্থ হলে প্রত্যেক ওভারের জন্য ওই দল দুটি করে পয়েন্ট হারাবে এবং ২০ শতাংশ জরিমানা গুণতে হবে। ফলে অস্ট্রেলিয়ার এখন চার পয়েন্ট হারিয়েছে। তাদের পয়েন্ট এখন ৩২২।

চার ম্যাচের সিরিজের প্রথমটি জিতেছিলো অস্ট্রেলিয়া। ২য়টি ভারত জিতে ১-১ সমতায় আনলো

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »