https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথের ব্যাটিং হুবহু নকল করেছেন জোফরা আর্চার। হেডেংলি টেস্টে শুরুর আগে অনুশীলনে দেখা যায় এমন চিত্র।
চলমান অ্যাশেজের দ্বিতীয় ম্যাচে লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে যখন স্টিভেন স্মিথ ব্যাটিং করছিলেন তখন জোফরা আর্চারের একতি বল এসে আঘাত হানে স্মিথের গায়ে। ব্যথা ক্রমশ বাড়তে থাকলে শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে আর ব্যাট হাতে নামা হয়নি তার। ইনজুরির মাত্রা গভীর হওয়ায় হেডেংলি টেস্টে দলের জার্সি গায়ে মাঠেই নামতে পারেননি তিনি।
এদিকে হেডেংলিতে ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা যখন বল-ব্যাটে ঘাম ঝরাতে ব্যস্থ তখনই জোফরা আর্চারকে দেখা যায় ভিন্ন রূপে। বল রেখে ব্যাট হাতেই অনুশীলন করেন তিনি। আর ব্যটিং স্টাইলটা হুভু নকল করেন স্টিভেন স্মিথের থেকে। অর্থাৎ যে স্টাইলে স্মিথ ব্যাটিং করে থাকেন সেই একই স্টাইল অনুসরণ করেছেন আর্চার।
ভিডিওটি দেখুন নিচের লিঙ্কে
Is that Jofra Archer or Steve Smith in the nets at Headingley? #Ashes @alintaenergy pic.twitter.com/RT5ADoSUjr
— cricket.com.au (@cricketcomau) August 22, 2019