স্মিথ-ওয়ার্নারদের নির্বাচক হচ্ছেন বেইলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নতুন নির্বাচক হতে যাচ্ছেন সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া জর্জ বেইলি। অজিদের নির্বাচক প্যানেলে কোচ জাস্টিন ল্যাঙ্গার ও চেয়ারম্যান ট্রেভর হন্সের সঙ্গী হচ্ছেন দেশটির সাবেক এই অধিনায়ক।

জর্জ বেইলি’কে ছাড়াও এর আগে স্যার ডন ব্র্যাডম্যান ও মাইকেল ক্লার্ক জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছিলেন। এবার বেইলি হতে যাচ্ছেন স্মিথ ওয়ার্নরা’দের নির্বাচক। তবে জানা যায়নি তিনি কোন ফরম্যাটে নির্বাচকের দায়িত্বে থাকবেন।

অস্ট্রেলিয়া ক্রিকেট (সিএ) এর জাতীয় দলের পরিচালক বেন ওলিভার এই ব্যাপারে বলেন, ‘প্যানেলে থাকা তিন নির্বাচক অস্ট্রেলিয়া জাতীয় দলের তিন ফরম্যাটের স্কোয়াড নির্বাচনে দায়িত্ব পালন করবেন।’

৩৭ বছর বয়সী বেইলি এখনো ক্রিকেট খেলে যাচ্ছেন, অবসর নেননি জাতীয় দল থেকেও।অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট, ৯০টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলেছেন বেইলি। পাঁচ টেস্টে ২৬.১৪ গড়ে করেন ১৮৩ রান। ২২টি হাফ সেঞ্চুরি ও তিনটি সেঞ্চুরিসহ ৯০ ওয়ানডেতে তাঁর রান ৪০.৫৮ গড়ে ৩,০৪৪। ৩০টি-টোয়েন্টিতে দুটি হাফ সেঞ্চুরিসহ ২৪.৮৯ গড়ে ৪৭৩ রান করেন তিনি, স্ট্রাইক রেট ১৩৬.৭০।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »