নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। জয়ের জন্য শেষ দিনে নিউজিল্যান্ডের দরকার ২১৯ রান, বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট। দিন শেষে দ্বিতীয় ইনিংসে কিউদের সংগ্রহ ৭ উইকেটে ১১৩ রান। এর আগে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয়। রিফাত আনজুমের রিপোর্ট
সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশ যখন মাঠ ছাড়ছে জয়ে জন্য তখন টাইগারদের মঞ্চটা প্রস্তুত করে রেখেছে শান্ত বাহিনী। নিউজিল্যান্ডকে বড় টার্গেট দেয়ার পর বোলাদের দারুণ বোলিংয়ে টেস্টে চালকের আসনে বাংলাদেশ
৩ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই সেঞ্চুরিয়ান শান্ত আগের দিনের সঙ্গে একরান যোগ করে ব্যাক্তিগত ১০৫ রানে আউট হন। তবে ২৭তম টেস্ট ফিফটি তুলে নেন আগের দিনে ৪৩ রানের অপরাজিত থাকা মুশফিক
শাহাদাত দিপু ১৮ রান করে আউট হন। মুশফিক ইনিংটাকে বেশি দূর নিয়ে যেতে পারেননি। ৬৭ রান করে আউট হন মুশফিক। নুরুল হাসান সোহান ধৈর্য্যের পরীক্ষা দিতে পারেননি। ১০ রান করে আউট হলে প্রথম সেশনে চার উইকেটে হারায় টাইগাররা।
মিরাজ একপ্রান্ত আগলে রেখেন। ৭ উইকেটে ৩০৮ রানে লিডটাকে তিশন নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শুরুতেই নাঈম হাসান ও তাইজুল আউট হন।
শরিফুল সাথে নিয়ে শেষ উইকেট জুটিতে মিরাজ টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন। মিরাজের ফিফটির পরই আউট হন শরিফুল। ৩৩৮ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট বাংলাদেশ।
৩৩২ রানে টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা নিউজিল্যান্ডের। শরিফুলের দারুণ এক ডেরিভারিতে আউট ল্যাথাম। এলবিডব্লুর ফাঁদে ফেলে উইলিয়ামনের গুরুত্বপূর্ণ উইকেট নেন তাইজুল।
হেনরি নিকোলস মিরাজের বলে আউট হলে চা বিরতির আগেই তিন উইকেচ হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা
তৃতীয় সেশনের শুরু থেকেই কিউই ব্যাটারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চেপে ধরে টাইগাররা। ডেভন কনওয়ে, টম ব্লানডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন নিয়মিত বিরতিতে আউট হলে ১০২ রারে ৭ উইকেটে হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় নিউজিল্যান্ড।
শেষ দিকে চাপ বাড়িয়ে আর উইকেটে নিতে পারেনি বাংলাদেশ। ৭ উইকেটে ১১৩ রান নিয়ে দিন শেষে করে নিউজিল্যান্ড। তাইজুল ৪টি, নাঈম মিরাজ ও শরিফুল ১টি করে উইকেট নেন।
নিউজক্রিকেট২৪/আরএ