দুর্জয় দাশ গুপ্ত »
বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্ব শুরু হয়েছে আজ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট থান্ডার এবং কুমিল্লা ওয়ারিয়র্স। টস জিতে শুরুতে বল করার সিদ্বান্ত নিয়েছেন সিলেট থান্ডার অধিনায়ক আন্দ্রে ফ্লেচার।
ইনজুরির কারণে আজ খেলছেন না সিলেট থান্ডারের নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। অধিনায়কের দায়িত্ব পালন করছেন ফ্লেচার। অন্যদিকে, গত ম্যাচে কুমিল্লার জয়ের নায়ক ডেভিড মালান দেশে ফিরে যাওয়ায় কুমিল্লার অধিনায়কত্ব পেয়েছেন সৌম্য সরকার। ইতিমধ্যেই টূর্নামেন্ট থেকে ছিটকে গেছে সিলেট থান্ডার। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই কুমিল্লার।
দু’দলের একাদশ:
সিলেট থান্ডার: আন্দ্রে ফ্লেচার (অধি) , জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, নাভিন-উল-হক, রনি তালুকদার, সোহাগ গাজী, নাজমুল হোসেন মিলন, নাইম হাসান ,মনির হোসেন, এবাদত হোসেন।
কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার (অধি) ,উপল থারাঙ্গা, সাব্বির রহমান, ভেন জিল, ইয়াসির আলী রাব্বি , মাহিদুল অঙ্কন, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ,মুজিব-উর-রহমান, আল-আমিন হোসেন, ডেভিড ওয়েসে।