স্টোকসকে বাদ দিতে বললেন মাইকেল ভন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইংলিশদের বিশ্বকাপজয়ী তারকা বেন স্টোকসকে দল থেকে বাদ দেয়ার কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ইংল্যান্ডকে এখন থেকেই ভবিষ্যতের কথা ভাবতে পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও বর্তমানের এই ধারাভাষ্যকার।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড চলতি আসরে ছয় ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। ফলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১০ নম্বরে। ইংলিশদের এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু বিশ্বকাপ শেষের জন্য অপেক্ষায় না থেকে এখন থেকেই ভবিষ্যৎ নিয়ে ভাবতে বললেন ভন। তিনি বলেন, যত কড়া সিদ্ধান্তই হোক না কেন, এবার সময় এসেছে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার। ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টও জানে যে, স্টোকস পরের বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে আর খেলবে না। তাই সময় এসেছে, এই বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে ওকে দল থেকে বাদ দেয়ার।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »