মমিনুল ইসলাম »
ভারত-পাকিস্তানের দ্বৈরথ কারও কাছেই অজানা নয়। এ যেন সাপেনেউলে সম্পর্ক। কিন্তু পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক জানালেন ভিন্ন কথা। তিনি বললেন যে ভারত পাকিস্তানের সম্পর্ক বেশ ভালো। তবে মাঠের ক্রিকেট কিংবা দর্শক কিংবা অন্য সব কিছুতে তেমন কিছু কখনো পরিলক্ষিত হয় না। তাই পাকিস্তান ভারতকে মানুষ একটু আলাদা চোখেই দেখে। কিছুদিন আগেও কাশ্মির নিয়েই তাদের মাঝে বাকবিতন্ডা কম হয়নি।
ইনজামাম-উল-হক বলেন, ‘ ২০০৪ সালে ১৫ বছর পর পাকিস্তান সফরে এসেছিলো ভারত। আমরা তাদের দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছিলাম । তাদের খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি, কেনা-কাটা কোন কিছুর জন্যই টাকা নেয়া হয়নি। ‘
শুধু পাকিস্তান যে এমন করেছিলো তাও নয়। তিনি বলেন, ‘ ভারত সফর করার এক বছর পর আমরা ভারত সফরে গিয়েছিলাম। আমরাও তাদের কাছে এমন ভালোবাসা আর আন্তরিকতা পেয়েছিলাম। ভারতীয়রা আমাদেরকে ঘরের দরজা খুলে ডেকেছে। তারা আমাদের রান্না করে খাইয়েছিলো। এমনকি কেনাকাটার টাকা পর্যন্ত নেয় নি। ‘
তিনি মনে করেন পাকিস্তান ও ভারত সমর্থকদের মাঝে ভালোবাসার বন্ধনটা বেশ তাই দলে হিন্দু ক্রিকেটার থাকলে বৈষময় হওয়ার সুযোগ নেই। তাঁর ভাষ্য, ‘ভারত আর পাকিস্তানের সমর্থকদের মাঝে ভালোবাসার সম্পর্কটা বেশ। তাই তো আমার কাছে মনে হয় না পাকিস্তান দলে হিন্দু কোন ক্রিকেটার থাকলে বৈষম্য হবে। আমরা এতটা ছোট হৃদয়ের না। ‘
তিনি আরও বলেন, ‘ ২০০৫ সালের ঐ সফরে কলকাতায় একটা ফটোসেশানে গিয়েছিলাম। যেখানে ভারতের হয়ে সৌরভ ছিলো। তার আগে ওর একটা রেস্তোরা খুলেছিলো। যে উদ্বোধন করার জন্য শচীনের সাতে আমিও গিয়েছিলাম । পরে সৌরব সেখান থেকে আমার জন্য খাবার আনত। ‘
শারজায় খেলার সময় ভারত পাকিস্তান একই হোটেলে থাকতো তাই তো হিন্দু মুসলিমে বৈষম্য দেখছেন না। তিনি বলেন, ‘ যখন শারজায় থাকতাম তখন দুইদল একই হোটেলে থাকতাম। তখন দেখতাম দুই দলের খেলোয়াড়দের হাসি-ঠাট্টা, ইয়ার্কি করতে৷ হিন্দু-মুসলিম নিয়ে তো কোন বৈষময় খুঁজে পাইনি। ‘