সোনার চেয়েও দামি উমেশের বোলিং!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতীয় বোলার উমেশ যাদব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে। টেষ্ট ফরম্যাটে যতটা কার্যকরি সাদা বলের ক্রিকেটে ঠিক তেমন কার্যকরি নন তিনি। তাইতো তারই স্বদেশী আকাশ চোপড়া উমেশকে কটাক্ষ করে বলছেন উমেশের বোলিং সোনার চেয়েও দামি।

এবারের আইপিএলে উমেশ যাদবের রল আরসিবি প্রথম ম্যাচ জিতলেও সে ম্যাচে অনুজ্জ্বল ছিলেন উমেশ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তিনি ৪ ওভার বল করে রান দেন ৪৮। পরবর্তী খেলায় আরসিবি অধিনায়ক কোহলিতো তাকে একটি ওভার কম দিয়েছেন। করিয়েছেন ৩ ওভার। এতেও রানের বন্যা। রান খরচ করেছেন ৩৫। ছিলেন উইকেট শূন্য।

উমেশের এমন ব্যায়বহুল বোলংয়ের কারণে কটাক্ষ করার সুযোগ পেলেম ধারাভাষ্যকার ও এক্সপার্ট আকাশ চোপড়া। তিনি তার ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বলেন, ‘উমেশ যাদব অনেক খরুচে বোলিং করছে। ইদানীং যেন স্বর্ণের চেয়েও বেশি ব্যয়বহুল তার একেকটি ওভার। একদম সাধারণ বোলারে পরিণত হয়েছে।’

কটাক্ষ করে আকাশ উমেশের এক একটা বল উপহার জানিয়ে আরও বলেন, ‘পায়ে সে যতগুলো বল ছুঁড়ছে, দীপাবলিতেও তো আপনি এত উপহার পাবেন না। ভারতের একজন বোলার হিসেবে উমেশ যাদবের কাছ থেকে আমরা আরও বেশি কিছু প্রত্যাশা করি।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »