সানিউজ্জামান সরল »
আসরে ঢাকায় প্রথম পর্ব শেষে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে বঙ্গবন্ধু বিপিএল। চলতি মাসের আগামী ১৭ তারিখ থেকে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্ব। আর মাত্র ১ দিন পরই শুরু হওয়ায়, এরইমধ্যে চট্টগ্রামে পাড়ি জমাতে শুরু করে দিয়েছে দলগুলো।
আসরের বাকী দলগুলোর ন্যায় ঢাকা প্লাটুনও চট্টগ্রাম পৌঁছেছে ঢাকা প্লাটুন। তবে চট্টগ্রাম বিমানবন্দরে ঢাকার কোচ থেকে শুরু করে ক্রিকেটার সবাইকে দেখা মিললেও, ঢাকা শিবিরে দেখা মিললো না দলটির সেরা দুই তারকা তামিম এবং মাশরাফিকে। দেশসেরা ব্যাটসম্যান তামিম ও দেশসেরা কাপ্তান মাশরাফিকে না দেখে অনেকে অবাকও হয়েছেন।
তামিম-মাশরাফিকে না দেখে, অনেকের মনেই প্রশ্ন জেগেছে। কেন নেই তারা আর কেনই বা দলের সঙ্গে পৌঁছায় নি? এবার ভেতরের খবর খোলাসা করলো ঢাকা প্লাটুনের টিম ম্যানেজমেন্ট।
নামকরা এক সংবাদ মাধ্যম ঢাকা প্লাটুনের টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে জানতে পেরেছে, ‘ওপেনার তামিম হালকা জ্বরে আক্রান্ত। তাই ঘরের মাঠে দলের সঙ্গে যেতে পারেননি তিনি। অন্যদিকে অধিনায়ক মাশরাফি ব্যাক্তিগত কাজে ব্যস্ত, তাই তারও চট্টগ্রাম যেতে বিলম্ব হচ্ছে। তবে মাশরাফি আগামীকালই চট্টগ্রাম পৌঁছাবেন।’
তামিমের জ্বর যদিও গুরুতর নয়। তবে যদি জ্বর পুরোপুরি না সারে, তাহলে পরবর্তী ম্যাচে অসুস্থতার জন্য বিরত থাকতে হবে তাকে। আর জ্বর থেকে যদি সেরে উঠে, তাহলে পরবর্তী ম্যাচ খেলতে কোন বাধা নেই তামিমের।
প্রসঙ্গত, তামিম-মাশরাফি জাতীয় দলের মতো বিপিএলেও অতি নির্ভরযোগ্য দুই পারফর্মার। এবারের আসরে ঢাকা প্লাটুন ম্যাচ খেলেছে তিনটি, যার মধ্যে জয়ে পেয়েছে ২টি তে। এই দুই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তামিম-মাশরাফি উভয়ই।