সেমি ফাইনালে চোখ মাশরাফির

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে নেই ফেভারিটের তালিকায়। তবে আগের বিশ্বকাপের তুলনায় এবার বেশ শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ এতা অকপটে স্বীকার করেছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান নিজেও। বিশ্বকাপে বাংলাদেশ দল সেমি ফাইনাল পর্যন্ত যেতে চায় এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন টাইগারদের দলপতি মাশরাফি বিন মুর্তজা।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপের মত আসরে জয়ের ভিন্ন অন্য কিছুই ভাবার সুযোগ নেই। সেমি ফাইনালে যেতে হলে প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। গত ম্যাচটা জিততে পারলে আমরা আরও একটু এগিয়ে থাকতাম। প্রথম তিনটা ম্যাচই এমন প্রতিপক্ষের সাথে খেলছি যারা এই কন্ডিশনে ভালো করে। কাজটা তাই কঠিন।’

অতিতের স্মৃতি ঘেঁটে মাশরাফি বলেন, ‘২০১৭ সালে এই ভেন্যুতে ৪০ ওভারের পর আমাদের স্পিনাররা বড় ভূমিকা রেখেছিল। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইংল্যান্ড তো বড় স্কোর গড়তেই চাইবে। আমাদের পরিকল্পনা কাজে লাগিয়ে তাদের উইকেট নিতে পারলে চাপে পড়ে যাবে তারা। ব্যাপারটা এমন না যে, এই ম্যাচ জিতলেই আমরা সেমি ফাইনালে চলে যাব। তবে আমাদের এগিয়ে রাখবে এতা নিশ্চিত।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »