https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছে ইংল্যান্ডে। দশ দলের এই মহারণ চলবে দেড় মাস ধরে। বাংলাদেশ দল ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়ে রয়েছে ফুরফুরে মেজাজে। দলের ক্রিকেটাররা যখন খোশ মেজাজে ঘুরে বেরাচ্ছেন ইংল্যান্ডের আনাচে কানাচে তখন মিডিয়ার সামনে আসেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
সোমবার মিডিয়ার সামনে এসে দলের অবস্থান জানানোর পাশপাশি বিশ্বকাপে নিজেদের আস্থার কথাও শুনালেন সুজন। তিনি বলেন, ‘আমরা এখানে জিততে এসেছি। সেরা চার দলের একটি হওয়াই আমাদের লক্ষ্য। আমাদের সেই সামর্থ্য রয়েছে। গতকাল (পরশু) আমরা খুব ভালো খেলেছি। ছেলেদের এর থেকে বেশি ভালো খেলার সামর্থ্য আছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেমিতে উঠতে পারব না কেন?’
নিজের আত্মবিশ্বাস থেকে হুঙ্কার দিয়েই সুজন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা দারুণ ব্যাটিং করে ৩৩০ রান করেছি। অন্য দিন ২৩০ রানেও অলআউট হয়ে যেতে পারি। তবুও জেতার জন্যই মাঠে নামব। তা নাহলে খেলে লাভটা কি?’
‘আমাদের চারজন স্বীকৃত ব্যাটসম্যান দারুণ অভিজ্ঞ। সাকিব এবং মাশরাফি বোলিংয়ে চতুর্থ বিশ্বকাপ খেলছে। এর চেয়ে আশার কথা হল মুস্তাফিজ ফর্মে ফিরেছে। নেটে ও যে কি বোলিং করছে! আমার মতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তার ৮০ ভাগ দেখেছেন আপনারা। সবাই ফর্মে আছে। অভিজ্ঞতার কোনো ঘাটতি নেই। রুবেল কিংবা লিটনের মত খেলোয়াররা দলে সুযোগ পাচ্ছে না। সব মিলিয়ে আমরা যে অবস্থাতেই আছি ভালো কিছু হবে আশা করি।’– বলেন সুজন।