নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্দোরোর হলকার স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচের উইকেটে ভারতীয় দলকে অনুশীলন করতে দিলেও বাংলাদেশকে সে পিচে অনুশীলন করতে দেয়নি হলকার স্টেডিয়ামের কর্তৃপক্ষ। স্টেডিয়াম কর্তৃপক্ষের এমন দো’চোখা আচরণে ক্ষুব্ধ বাংলাদেশের স্পিন কোচ
ড্যানিয়েল ভেট্টরি।
গত ১৪ অক্টোবর থেকে ইন্দোরের হলকার স্টেডিয়ামে শুরু হয় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ভারতীয় বোলারদের আগুন ঝড়া বোলিং ও বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ব্যবধানে হেরে যায় তিন দিনেই। আগামী ২২ নভেম্বর কলকাতায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্টের মতো দিবারাত্রির টেস্টের পিচেও ঘাস থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিন দিনে টেস্ট শেষ হয়ে যাওয়ায় বাকি দুই দিন হলকার স্টেডিয়ামেই অনুশীলন করার সিদ্ধান্ত নেয় দুই দল। তারই পরিপেক্ষিতে গতকাল ( ১৭ নভেম্বর) ইন্দোরের হলকার স্টেডিয়ামের ম্যাচের উইকেটে গোলাপি বলের প্রস্তুতি নেয়। ভারতীয় দলকে ম্যাচের উইকেটে অনুশীলন করতে দিলেও বাংলাদেশকে দেয়া হয় সেন্টার উইকেটের পাশের একটি পিচকে। এতে স্টেডিয়াম কর্তৃপক্ষের উপর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের স্পিন কোচ।
ভেট্টরি মনে করেন হলকার ম্যাচের উইকেটে অনুশীলন করতে পারলে একটু সুবিধা পাওয়া যেতো। স্টেডিয়াম কর্তৃপক্ষের এমন আচরণ মেনে নিতে পারেননি ভেট্টরি। ম্যাচের পিচ না দেয়া স্টেডিয়াম কর্তাকে তিনি মনে করিয়ে দেন দুই দলকে সমান সুযোগ সুবিধা দেয়ার কথা। তবে ঐ কর্তা বলে গিয়েছেন যে ম্যাচ শেষ হয়ে গেছে তাই এখানে আইসিসির কিছু করার নেই, তাই আমাদের সিদ্ধান্তকেই মেনে নিতে হবে।