সেঞ্চুরি করে দলকে জেতালেন শান্ত-বিজয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-ডিপিএলে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬৫ রানে হারিয়েছে গাজী গ্রুপ। লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী আর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৫৫ রানের জয় পেয়েছে প্রাইম ব্যাংক।

বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৩৬ রানের বড় সংগ্রহ পায় গাজী গ্রুপ। বিজয় অপরাজিত ১৪৯ রান করেন। এছাড়া সাদিকুর ৬০ ও তোফায়েল ৬৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৭১ রানে অলআউট হয় মোহামেডান। রনি তালুকদার ৬৪, তামিম ইকবাল ৪৮ ও মুশফিকুর রহিম ৪৯ রান করেন। গাজী গ্রুপের সাকলাইন ৪টি উইকেটে নেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯২ রানের সংগ্রহ দাড় করায় রূপগঞ্জ। সাইফ হাসান ৬৭ ও মাহমুদুল জয় ৫৮ রান করেন। আবাহনীর মোসাদ্দে ও নাহিদ রানা ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৪৮.৪ ওভারে ৬ উইকেটে ২৯৩ রান তুলে জয় নিশ্চিত করে আবাহনীঅ শানন্ত ১০১ রান করে আউট হন।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সাব্বির, জাকির, ইরফান ও শামীম হোসেনের ফিফটিতে ৫ উইকেটে ৩০৮ রানের বড় সংগ্রহ দাড় করায় প্রাইম ব্যাংক। সাব্বির ৫০, জাকির ৬৪ এবং ইরফান ৫৬ ও শামীম ৬২ রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫৩ রানে অরআউট হয় ধানমন্ডি। ফজলে রাব্বি ৭৯ রান করেন। প্রাইম ব্যাংকের হাসান মাহমুদ ও আরাফাত সানি ৩টি করে উইকেট নেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »