সুসংবাদ পেলেন শাহাজাদ

https://scontent.fdac34-1.fna.fbcdn.net/v/t1.0-1/p160x160/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeGmvEWwdZTI6h13hbQmMSFJ4-gYLzAZFkEblvpT-Pc958p5uxUSQH8qYi-qrRCgFRVGE9BuTO7WHDTGsa9R7a5PefWuRLnqcmM4IMSYYYm6wy_vlA5RAIOlKinAFEtS884&_nc_oc=AQnWbNap12YVmS5GLdVayRgzwdXPGWixt2FO-8dxtTwRAhhTMYJblKJ7y-seorDjcCo&_nc_ht=scontent.fdac34-1.fna&oh=ddf7e1e5c9e6fdf80ee8b0a6c135ef17&oe=5D7E25C1 »

চলমান বিশ্বকাপ আসরের অন্যতম আলোচিত বিষয় আফগান দল থেকে শাহাজাদের বাদ পড়া। ইনজুরির অজুহাতে তাকে দল থেকে বাদ দিলেও শাহাজাদের দাবি তাকে জোর করেই দল থেকে বাদ দেয়া হয়েছে। মিডিয়ায় শাহাজাদের এমন বক্তব্যের পর সব দোষ অস্বীকার করেছে আফগান ক্রিকেট বোর্ড।

আত্মপক্ষ সমর্থন করে বোর্ড শাহাজাদের বদলি ক্রিকেটার হিসেবে দলে নেয় ইকরাম আলি খিলকে। ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়েই নিজ দেশে ফিরে যান শাহাজাদ। আক্ষেপ থেকে ক্রিকেট ছেড়ে দেয়ার কথাও জানিয়েছিলেন তিনি। তবে এত দুঃসংবাদের মধ্যেও তার জন্য মিলেছে এক ফোটা স্বস্তির সংবাদ।

নিজ দেশে যাবার পর পরই পুত্র সন্তানের বাবা হয়েছেন শাহাজাদ। কোনো বাবার কাছে এর অন্যতম খুশির বার্তাই হয়ে থাকে এমন সংবাদটি।  মানসিক দিক থেকে ভেঙে পড়া শাহজাদ হয়তো নিজ পুত্রের মুখের দিকে চেয়ে হয়তো কিছুটা ভালো সময়ই পার করবেন এখন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »