নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য একদিন আগেই স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। করোনার হানা আইপিএলেও ধাক্কা দেয়। সাকিবের সতীর্ত্থ কলকাতার বরুন চক্রবর্তী ও সান্দিপ ওয়ারিয়র করোনায় আক্রান্ত হওয়ার পর আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। আর অবসর সময়ে সাকিব আল হাসান যোগ দেন জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক আড্ডায়। সেখানে সাকিবকে ২৫ টি প্রশ্ন করা হয়।
১। তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তাজার মধ্যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার প্রতিযোগিতায় কে জিতবে?
সাকিব: তামিম।
২। এক বসায় কতটি গোলগাপ্পা (ফুচকা) খেতে পারবেন?
সাকিব: আমার সামনে যতগুলো থাকবে ততগুলোই। আমি একশটার মতো খেতে পারব।
৩। সাঈদ আনোয়ারের মত ব্যাট করা নাকি ওয়াসিম আকরামের মত বল করা- বড় হওয়ার সময় কোন জিনিসটা করতে চাইতেন?
সাকিব: দুটোই।
৪। ঢাকা ট্রাফিক না কলকাতা ট্রাফিক- কোনটা বেশি খারাপ?
সাকিব: আমার মনে হয় ঢাকার। কারণ আমার বেশিরভাগ সময় আমার ঘরের বাইরে কাটাতে হয়। আমার এখানে-সেখানে যেতে হয়। এ কারণে ঢাকায় আমাকে অনেক বেশি ট্রাফিক যানজটের সম্মুখীন হতে হয়। কিন্তু কলকাতায় আমাকে শুধু মাঠেই যেতে হয় (হোটেল থেকে)। তাই এখানে আমাকে খুব একটা ট্রাফিকের সম্মুখীন হতে হয় না।
৫। ফোনে কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেন?
সাকিব: ইউটিউব।
৬। কোন বিরিয়ানিটা আপনি কখনো পরখ করতে চাইবেন না- চকলেট বিরিয়ানি, স্ট্রবেরি বিরিয়ানি নাকি রসগোল্লা বিরিয়ানি?
সাকিব: কোনোটাই না। আমি কোনোটাই কখনো চেষ্টা করব না।
৭। বাংলাদেশের ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কে সবচেয়ে বেশি ইমোজি ব্যবহার করে?
সাকিব: আমি।
৮। আপনার প্রিয় ইমোজি কোনটি?
সাকিব: স্মাইল ফেইস।
৯। মাহমুদউল্লাহ, মুশফিক, তামিমদের মধ্যে কে আপনাকে ১০০ মিটার স্প্রিন্টে হারাতে পারবে?
সাকিব: খুবই ক্লোজ হবে। আমার মনে হয় আমি মুশফিককে হারাতে পারব।
১০। বাংলাদেশ দলে কে সবচেয়ে বেশি পুশ-আপ দিতে পারবে?
সাকিব: আমার মনে হয় শান্ত।
১০। কোথায় আপনি সবচেয়ে সেরা মাছের ডিশ পেয়ে থাকেন? ইংল্যান্ডে, ক্যারিবিয়ানে নাকি মাগুরায়?
সাকিব: মাগুরায়।
১১। কেকেআর দলে কে বলিউড ট্রিভিয়া কুইজে ভালো করবে?
সাকিব: আমার মনে হয় দীনেশ কার্তিক।
১২। আন্দ্রে রাসেল না সুনিল নারাইন কে বেশি ফ্যাশনেবল?
সাকিব: তাদের দৃষ্টি থেকে তারা দুজনেই। কিন্তু আমার মনে হয় আন্দ্রে রাসেল।
১৩। ক্রিকেট নিয়ে কথা বলার জন্য কে আপনার প্রিয় ব্যক্তি?
সাকিব: আমার দুই কোচ সালাহউদ্দিন স্যার এবং ফাহিম স্যার।
১৪। হোটেলে কোয়ারেন্টিনে থাকার সময় কোনটা আপনার একদম আবশ্যক ছিল?
সাকিব: ইন্টারনেট।
১৫। কোন মাঠে ছক্কা মারা সবচেয়ে কঠিন?
সাকিব: সম্ভবত মেলবোর্ন (এমসিজি)। কারণ মাঠটা বড়।
১৬। দীনেশ কার্তিক না মুশফিকুর রহিম- কে সবচেয়ে বেশ বাকপটু উইকেটরক্ষক?
সাকিব: দীনেশ কার্তিক।
১৭। কোনো বোলার যদি কাঁধ দিয়ে রান নেওয়ার সময় ধাক্কা দেয়, আপনি কি করবেন?
সাকিব: তার দিকে তাকিয়ে একটা হাসি দিব শুধু।
১৮। আপনি বিশ্বকাপের ফাইনাল খেলছেন এবং ফলাফল পেনাল্টি দিয়ে নির্ধারিত হবে। আপনি কোন সতীর্থকে পেনাল্টি নেওয়ার জন্য বলবেন?
সাকিব: আমি কেকেআরের সতীর্থদের সাথে কোনো ম্যাচ খেলিনি। কিন্তু আমার মনে হয় মরগান ভালো করবে। যেহেতু তিনি ইংলিশ এবং নিয়মিত ফুটবল খেলে থাকেন।
১৯। যদি এটা আপনার স্ত্রীর সাথে কোনো মুভি নাইট হয় এবং আপনাকে মুভি বাছাই করতে বলা হয়- কোন ঘরানার মুভি হবে সেটি?
সাকিব: সুপারহিরো ফিল্মস।
২০। কোন সতীর্থ তার ওয়ার্ক আউট রুটিন নিয়ে কথা বলতে সবচেয়ে বেশি ভালোবাসে?
সাকিব: বাংলাদেশ দলে মুশফিকুর রহিম।
২১। আপনার এবং আন্দ্রে রাসেলের মধ্যে পাঞ্জা খেলায় কে জিতবে?
সাকিব: যেকোনো দিন আন্দ্রে রাসেল।
সাকিব না মুশফিক, কে বেশি দুষ্টু
২২। বিকেএসপিতে কে বেশি দুষ্টু ছিল- আপনি না মুশফিকুর রহিম?
সাকিব: আমার মনে হয় আমি।
২৩। ক্রিকেট ছাড়া আর কোন খেলা আপনি টিকিট কেটে দেখবেন?
সাকিব: ফুটবল। যেকোনো ফাইনাল, জাতীয় দলের হলে সেখানে যদি আর্জেন্টিনা খেলে আর ক্লাবের হলে সেখানে যদি বার্সেলোনা খেলে।
২৪। গত মাসে কোন গানটি আপনার ফোনে সবচেয়ে বেশি বাজানো হয়েছে?
সাকিব: তেমন কোনো নির্দিষ্ট গান ছিল না। আমার মনে হয় একটা ইংরেজি গান ছিল, “অ্যাট মাই ওর্স্ট”। আমি যদিও জানিনা গানটির গায়ক কে।
২৫। আপনাকে যদি একটি সুপারপাওয়ার বেছে নিতে বলে, আপনি কোনটি নিবেন?
সাকিব: যেকোনো একটা সুপারপাওয়ার যেটা আমাকে পৃথিবী থেকে করোনাভাইরাস দূর করার ক্ষমতা দিবে ।
এভাবেই ইএসপিএন ক্রিকইনফোর এক আড্ডায় মেতে ওঠেন সাকিব। আইপিএল স্থগিত হয়ে যাওয়া বেশ অবসর সময়ই পার করছেন তিনি। এদিকে বিসিবি থেকেও যত দ্রুত সম্ভব তাদেরকে দেশে আনার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুতই দেশে ফিরে কোয়ারেন্টাইনে ১৪ দিন কাটাবেন সাকিব ও মুস্তাফিজ। এরপর আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ মে প্রথম ওয়ানডেকে সামনে রেখে অনুশীলন করবে তারা।