নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লংকান প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল গল টাইটান্স ও ডাম্বুলা অরা। সেখানে প্রথম ম্যাচে মাঠে নেমে সুপার ওভারের মুখোমুখি হয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও সুপার ওভারে ম্যাচটা জিতেছে সাকিব-শানাকাদের গল টাইট্যান্স।
প্রথমে ব্যাট করে ৫ উইকেট হানিয়ে ১৮০ রান তুলে টাইট্যান্স। পরে ডাম্বুলা অরাকে ঠিক ১৮০ রানে বেধে রাখে তারা। টাই ম্যাচ সুপার ওভারে গড়ালে প্রথমে ৯ রান করতে পারে ডাম্বুলা। ভানুকা রাজাপাকশে চার-ছক্কা মেরে দুই বলেই প্রয়োজনীয় রান তুলে নেন।
ডাম্বুলার হয়ে সুপার ওভারে ব্যাট করতে নামেন কুশাল পেরেরা ও রস। প্রথম বলেই রাজিথাকে চার হাঁকালেও তৃতীয় বলে তার বলে সুরিয়াবান্দারাকে ক্যাচ দিয়ে আউট হন পেরেরা। এরপর ব্যাটিংয়ে নামেন হেইডেন কার।
শেষ তিন বলে কার ও রস মিলে নেন ৫ রান। ফলে গলের সামনে সুপার ওভারে লক্ষ্য দাঁড়ায় ১০ রানের। বিনুরা ফার্নান্দোর ২ বলেই এক চার ও এক ছক্কায় গলের জয় নিশ্চিত করেন ভানুকা রাজাপাকশে।
এর আগে এই ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। আগে ব্যাট হাতে ১৪ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসের পর বল হাতে নিয়েছেন একটি উইকেট।