সাকিব শাওন »
শেষ বলে ছক্কা হাঁকিয়ে আয়ারল্যান্ডকে জয় উপহার এনে দিলেন কেভিন ও ব্রায়ান। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ক্রেইগ ইংয়ের দুর্দান্ত বোলিংয়ে ৮ রানেই থেমে যায় আফগানিস্তান।
জবাবে প্রথম ২ বলে ৫ রান তুলেও শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আইরিশদের। শেষ বলে জয়ের জন্য ৩ রানের প্রয়োজন ছিলো, রশিদ খানকে ছয় মেরে প্রয়োজনীয় ৩ রান তুলে কেবিন ও ব্রায়ান।
জয়টা এমনিতেই পাওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের, তবে রশিদ খানের বোলিং নৈপুণ্যে জয়টা আর আসেনি। তবে শেষ সুপার ওভারে সেই রশিদ খানকেই ছয় মেরে জয়লাভ করে আইরিশরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
আয়ারল্যান্ড ১৪২/৮ (গ্যারেথ ডিলানি ৩৭, কেভিন
ও ব্রেইন ২৬, হারি ট্যাকটর ৩১, সিমি সিং ১২*,
নাভিন উল হক ২১/৩, কাইস আহমেদ ২৫/৩)।
আফগানিস্তান ১৪২/৭ (রহমানুল্লাহ গুরবাজ ৪২,
আসগর আফগান ৩২, উসমান গণি ১৮, রশিদ খান ১৪*, গ্যারেথ ডিলানি ২১/২, সিমি সিং ৩৭/২)।