সুজনে মুগ্ধ পাকিস্তানি পেসার আমির!

সানিউজ্জামান সরল »

গতকাল (১৩ জানুয়ারি) ১ম কোয়ালিফায়ার জিতে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে মুশফিকুর রহিমের খুলনা। আর এ ম্যাচে জয়ের মূল কারিগর ছিলেন পাকিস্তানি স্পীড স্টার মোহাম্মদ আমির। নির্ধারিত ৪ ওভার বল করে ১৭ রানে ৬ উইকেট শিকার করে বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগারে নাম লিখিয়েছেন তিনি।

নিজের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত আমিরও। বিপিএল ইতিহাসের সেরাদের পরিসংখ্যানে নাম লেখানো এই বোলার নিজের পারফরম্যান্সের পর খুলনা টাইগার্সের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন। এদিন বাংলাদেশ ক্রিকেটের এই ম্যানেজারের বিনয়ের প্রসংশায় মেতেছেন আমির।

গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সুজন বন্দনায় মাতেন আমির, ‘সত্যিই সুজন ভাই অসাধারণ এক ব্যক্তিত্ব। খুব বিনয়ী। বাংলাদেশের মানুষ, সবাই তা জানে। তার সাথে আমার অভিজ্ঞতাটাও দারুণ। খুব ভালো একজন মানুষ তিনি।’

এর আগে ২০১৭ সালে একবার আমিরের ঢাকা ফাইনালে উঠেছিলো, তবে একাদশে সুযাগ হয়নি তার। কিন্তু আক্ষেপে পুড়েন নি তিনি। আরো একবার ফাইনালে উঠেছে তার দল। এবার অবশ্য খুলনা টাইগার্সের একাদশে গুরুত্বপূর্ণ এক সদস্য তিনি। ফাইনালে যে খেলবেন, এটা একপ্রকার নিশ্চিত করেই বলা যায়।

আমিরের ভাষ্যমতে, ‘আশা করি, এবারের ফাইনালের একাদশে সুযোগ পাবো (হাসি)। ২০১৭ সালের অইটা টিম প্ল্যানেরই একটা অংশ ছিল। সেরা কম্বিনেশন ঠিক করতেই মূলত সেবার আমার একাদশে জায়গা পায়নি। তবে এ নিয়ে আমার কোন আক্ষেপ নেই।’

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) নিজের সেরা ফর্মে আছেন তিনি। শেষ এমন বিধ্বংসী বোলিং করে, ফাইনালের আগে অনেকটা আত্মবিশ্বাসী মোহাম্মদ আমির। পাকিস্তানি এই পেসার ফাইনাল মাতাতে মরিয়া হয়ে আছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »