নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান সিরিজে দুই দল মিলিয়ে প্রায় ডজন খানেক ক্রিকেটার চোটের কবলে পড়েছেন। সিরিজে একের পর এক ক্রিকেটারের চোটে পড়ার কারণ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দিকে আঙুল তুলেছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ প্রথম ইঞ্জুরি দেখেছিল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই। ফিল্ডিংয়ের সময়ে চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সেই তালিকা এখনো লম্বা হতেই আছে। হঠাৎ করে এত ক্রিকেটার একসাথে চোটে পড়ার কারণ হিসেবে ল্যাঙ্গার মনে করেন, অসময়ে আইপিএল খেলা ক্রিকেটারদের জন্য কাল হয়েছে।
তিনি বলেন,”এই সিরিজে যে এত ক্রিকেটার ইঞ্জুরিতে পড়ছে তা অবাক করা ব্যাপার। আমরা সাদা বলের সিরিজ থেকেই এটা মোকাবেলা করে আসছি এবং ভারত টেস্ট সিরিজে বেশি করছে। আমরা এটা দেখছি। তবে আমি এটা এড়িয়ে যেতে পারি না যে এবারের আইপিএলের আসরটা মোটেও সঠিক সময়ে করা হয়নি, বিশেষ করে এমন একটা বড় সিরিজের আগে।’’
ভারত দলে সিরিজ শুরুর আগেই চোটে পড়েছিলেন রোহিত শর্মা ও ইশান্ত শর্মা। রোহিত ফিরতে পারলেও ইশান্তের আর ফেরা হয়নি। সাদা বলের ক্রিকেটে ওয়ার্নারের পরে চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস, অ্যারন ফিঞ্চ ও রবীন্দ্র জাদেজা। লাল বলের ক্রিকেটে আবার চোটে পড়েন জাদেজা। এছাড়া চোটের কারণে সিরিজ শেষ হয়ে গিয়েছে মোহাম্মদ শামি, উমেশ যাদব, লোকেশ রাহুল, হনুমা বিহারি, জাসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তীর।