সিমন্স-কায়েসদের সামনে মামুলি লক্ষ্য দাঁড় করালো ঢাকা

সাজিদা জেসমিন »

দুই দিনের বিরতি দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের ৩য় পর্ব শুরু হলো মিরপুরের হোম অব ক্রিকেটে। আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মাশরাফির ঢাকা প্লাটুন ও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চট্টগ্রাম দলপতি ইমরুল । এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৫ জয় আর ২ হারে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে, ৬ ম্যাচে ৪ জয় এবং ২ হারে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে অবস্থান করছে ঢাকা প্লাটুন। আজকের ম্যাচ দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ৷ আজ জিতলে প্লে অফে এক পা দিয়ে রাখবে চট্টগ্রাম। আবার চট্টগ্রামকে আজ হারাতে পারলে ঢাকা ও চট্টগ্রামের পয়েন্ট সমান হবে। তখন রান রেটে শীর্ষ স্থান নির্ধারণ করা হবে।

মাঠে নেমে শুরুটা ভালোই করেন ২ওপেনার তামিম এবং এনামুল। কিন্তু ৫ওভারে ২উইকেট নাই হয়ে যায় ঢাকা প্লাটুনের। এরপর তামিম-মমিনুল জুটি গড়ার চেষ্টা করলেও আশানুরূপ লাভ হলোনা। ৮ম ওভারেই ঢাকার উইকেট পতন। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ১০ম এবং একাদশ ওভারে প্লাটুন শিবিরে আবারো উইকেট ধ্বস। ম্যাচের মধ্য ভাগেই এভাবে রান খরা ভোগায় ঢাকা প্লাটুনকে।

এরপর মমিনুল -পেরেরায় ভরসা আনার চেষ্টা করলেও বেশিক্ষণ ক্রিজে টিকেনি পেরেরা। ওয়ালটনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন প্যাভিলিয়নে। পেরেরা আউটের পর আবারো জুটি গড়ার বৃথা চেষ্টা প্লাটুনের৷ এবারো দ্রুত ভাঙে জুটি। এরপর তেমন একটা বেশিদূর এগুতে পারেনি ঢাকার রানের চাকা। ৯ উইকেট হারিয়ে ১২৪এ গিয়ে থামে। চট্টগ্রামের বোলিং তোপে ছোট সংগ্রহে থামে প্লাটুন শিবির৷ ইনিংস ব্রেক শেষে ১২৫ রানের টার্গেট নিয়ে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সংক্ষিপ্ত স্কোর :

ঢাকা প্লাটুন : ১২৪/৯
মমিনুল ৩২, রিয়াজ ২৩, তামিম ২১
রায়ান বার্ল ২/১, মুক্তার ২/১৮।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »