নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ‘সিপিএল’ এর সপ্তম আসর। আসরটিতে শিরোপা জয় লাভ করে বার্বাডোজ ট্রাইডেন্টস। ফাইনাল ম্যাচ অর্থাৎ টানা ১১ জয়ের পর ১২তম ম্যাচে হারে গায়ানা, আর ২৭ রানের জয়ে দ্বিতীয় বারের মতো শিরোপা বার্বাডোজের হাতে উঠে। তবে আসর শেষে সেরা একাদশে রয়েছে গায়ানার একাধিক ক্রিকেটার।
সিপিএল কর্তৃপক্ষ তাদের সেরা একাদশ প্রকাশ করেছে, জায়গায় হয়নি শিরোপা জয়ী অধিনায়ক হোল্ডার সহ গেইলদের। একাদশে জায়গা হয়নি বাংলার পোস্টার বয় সাকিব আল হাসানের। যেখানে গায়ানা থেকে ৫ জন, বার্বাডোজ থেকে ২ জন, ত্রিনিবাগো ও সেন্ট কিটস থেকে ১ জন করে জায়গায় পেয়েছে।
২০১৯ সিপিএলের সেরা একাদশঃ- ব্রেন্ডন কিং (গায়ানা), লেন্ডন সিমন্স (ত্রিনবাগো), গ্লেন ফিলিপস (উইকেটরক্ষক/জ্যামাইকা), শোয়েব মালিক (অধিনায়ক/গায়ানা), কাইরন পোলার্ড (ত্রিনবাগো), ফ্যাব্রিয়ান অ্যালেন (সেন্ট কিটস), ক্রিস গ্রিন (গায়ানা), রোমারিও শেফার্ড (গায়ানা), রাইমন রেফার (বার্বাডোজ), হেইডেন ওয়ালশ জুনিয়র (বার্বাডোজ) ও ইমরান তাহির (গায়ানা)।