নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিব আল হাসান,তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদের পর চতুর্থ বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে অভিষেক হয়েছে বাংলাদেশী উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাসের।যদিও নিজের অভিষেক ম্যাচটা সুখকর ছিল না লিটনের জন্য।ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী স্কোর করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি দলের পরাজয় এবং টুর্নামেন্ট থেকে দলের বিদায়,সবমিলিয়ে দুঃস্বপ্নের মতো অভিষেকের স্বাদ পেলেন তিনি।সেন্ট লুসিয়ার বিপক্ষে ম্যাচটি ৪ উইকেটের ব্যবধানে হেরেছে লিটনের জামাইকা তালাওয়াস।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে জামাইকা তালাওয়াস ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায়।এই ম্যাচ দিয়ে অভিষিক্ত লিটন দাস ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি।ব্যাট হাতে ১০০ স্ট্রাইক রেটে ও একটি মাত্র বাউন্ডারিতে ২১ বলে ২১ রান করতে সক্ষম হন লিটন।১৭ তম ওভারে কেসরিক উইলিয়ামকে স্লগ করতে গিয়ে উইলিয়ামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন লিটন।
উল্লেখ্য,এই ম্যাচে পরাজয়ের মধ্য দিয়ে নিজেদের সিপিএল ইতিহাসে প্রথমবারের মতো প্লে-অপে উঠার আগে বিদায় নিলো জামাইকা তালাওয়াস।
সংক্ষিপ্ত স্কোর:
জামাইকা তালাওয়াস: ১৬৫-৭ (২০ ওভার) স্মিথ ৫৮ গেইল ২৯ ফিলিপস ২৩ লিটন ২১
উইলিয়াম ৪-০-২৪-৩
সেন্ট লুসিয়া: ১৬৯-৬ (১৯.১ ওভার)
কর্নওয়াল ৫১ ভেলজুয়ান ৩২ প্লেচার ১৭
ইমরান: ৪-০-৩৪-১
ফলাফল: সেন্ট লুসিয়া জুকস ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: কেসরিক উইলিয়াম।