সিপিএল খেলতে না পারায় আক্ষেপ নেই আফিফের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএলে) খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। তবে সেখানে খেলতে পারছেন না তিনি। এতে অবশ্য কোনো আক্ষেপ নেই তার।

প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলের জার্সিতে নিজ দেশের প্রতিনিধিত্ব করার। তরুণ ক্রিকেটাররা যেমন নিজের পারফরম্যান্স দেখি দলে জায়গা করে নিতে চান তেমনি পুরনোরাও চান আবার দলে ফিরতে। এমনই একজন তরুণ বাংলাদেশী ক্রিকেটার অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে ‘এ’ দল কিংবা বয়সভিত্তিক ক্রিকেটে নিজেকে বারবার প্রমাণ করে যাচ্ছেন তিনি। জাতীয় দলে থিতু হবার সুযোগ এখনও না আসলেও সম্ভাবনাময় এই তরুণ শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজে খেলছেন নিজ দেশের হয়ে। অন্যদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেলেও বিসিসিবির পক্ষ থেকে অনুমতি পত্র পাননি তিনি। তবে এতে কনো আক্ষেপ নেই আফিফের।

তিনি বলেন, ‘সিপিএলে খেলতে পারছি না দেখে আমার কোনো আক্ষেপ নেই। আক্ষেপ থাকবেই কেন? সিপিএল খেলার অনুমতি না দিলেও দেশের হয়ে তো আমি শ্রীলঙ্কার বিপক্ষে খেলছি। দেশই আমার কাছে অগ্রাধিকার পাবে। দেশের হয়ে খেলতে পারাটাই অনেক বড় একটা সুযোগ। এখানে ভালো পারফর্ম করতে পারলে আমার ক্যারিয়ারের জন্যই ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘সিপিএল খেলার জন্য আমাকে অনুমতি দিবে বা দেয়নি এসব আমার চিন্তায় নেই। এখন যে ম্যাচ খেলছি আমার চিন্তা শুধুই সেদিকে। সামনের ম্যাচেও কীভাবে ভালো পারফর্ম করা যায় সেটা নিয়েই ভাবছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »