মমিনুল ইসলাম »
এফটিপির সূচি অনুযায়ী আগামী বছরের শুরুতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তবে সিরিজের সময় যত ঘনিয়ে আসছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে ততই দুরত্ব বাড়ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানে খেলে নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে । তবে বিসিবির এমন সিদ্ধান্তে সরাসরি নাকচ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সম্প্রতি ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর আগে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে এসেছিলো শ্রীলঙ্কা। দুই দফায় আয়োজিত এই সিরিজে কোন প্রকার দুর্ঘটনার সম্মুখীন হতে হয়নি শ্রীলঙ্কা ক্রিকেট দলকে। শ্রীলঙ্কা চলে যাওয়ার পর যখন বাংলাদেশের অপেক্ষায় পাকিস্তান ঠিক তখনই সিরিজ আয়োজনে পাকিস্তানকে শর্ত ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের এমন কান্ডে বেশ চটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি। তিনি বলেন, ‘ পাকিস্তানে খেলার জন্য নিরাপদ নয় তা বিসিবিকে প্রমাণ করতে হবে। ‘
পিসিবি প্রধানের এমন প্রতিক্রিয়ার পর নিজেদের অবস্থান খোলাসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। বাংলাদেশের ক্রিকেট দলের অধিকাংশ স্টাফ বিদেশি হওয়ায় তাদের মতামতকেও গুরুত্ব দিচ্ছে বিসিবি। টেস্ট খেললে সেখানে অনেক সময় থাকতে হবে যা কি না ক্রিকেটারদের পারফরম্যান্সে সমস্যা তৈরী করবে। আর এতদিন এই অস্বস্তিকর পরিবেশে থাকাও সম্ভব নয় বলে তিনি জানান।
তিনি বলেন, ‘ পাকিস্তান তাদের দেশে ক্রিকেট ফোরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের ক্রিকেটার ও টিম ম্যানেজম্যান্টের মতামত নিয়েছি। তাদের কাছে ম্যাচের জন্য উপযুক্ত পরিবেশটা গুরুত্বপূর্ণ। লম্বা সময় সফর করতে হবে তাই আমরা চাচ্ছি টি-টোয়েন্টি খেলে পরিবেশ পর্যালোচনা করতে। ‘
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা জানুয়ারির ২৩,২৫ ও ২৭ তারিখে। আবার ফেব্রুয়ারিতে শুরু হবে পিএসএল। পাকিস্তান চাচ্ছে পিএসএলের আগে দুই সপ্তাহের গ্যাপে টেস্ট সিরিজ শেষ করতে। কিন্তু বাংলাদেশ চাচ্ছে শ্রীলঙ্কার মত দুই দফায় সিরিজ খেলতে যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবির এমন প্রস্তাব নাকচ করে দিয়েছে।