সা‌ন্টোকির বিরু‌দ্ধে ফি‌ক্সি‌য়ের অভি‌যোগ আনলেন দলটির পরিচালক

শোয়েব আক্তার »

সা‌ন্টোকির বিরু‌দ্ধে স্পট ফি‌ক্সি‌য়ের অভি‌যোগ দলটির পরিচালক

গত ১১ ডি‌সেম্বর সি‌লেট থান্ডারস ও চট্টগ্রাম চ্যা‌লেঞ্জা‌র্সের ম্যা‌চের মধ্য দি‌য়ে শুরু হয় বঙ্গবন্ধু বি‌পিএ‌লের সপ্তম আসর। সি‌লে‌টের দেওয়া ১৬৩ রা‌নের ল‌ক্ষ্যে ব্যাট কর‌া চট্টগ্রাম চ্যা‌লেঞ্জা‌র্সের ইনিং‌সের দ্বিতীয় ওভা‌রে বল কর‌তে আসেন সা‌ন্টো‌কি।ওভা‌রের দ্বিতীয় ব‌লে এক‌টি বিশাল ওয়াইড দেন তি‌নি।এরপর ওভা‌রের চতুর্থ ব‌লে এক‌টি নো-বল ক‌রেন তি‌নি যা ছিল খ‌ুব অস্বাভাবিক।

সা‌ন্টো‌কির পা প‌পিং ক্রিজ থে‌কে প্রায় একহাত বাই‌রে প‌ড়ে‌ছি‌লো। এরপর থে‌কেই ক্রি‌কেট প্রে‌মিরা স‌ন্টোকির অতি‌রিক্ত রান দেওয়া নি‌য়ে প্রশ্ন ত‌ুলছেন। অ‌নে‌কে ২০১০ সা‌লে লর্ডস টে‌স্টে মোহাম্মদ আমি‌রের করা নো-ব‌লের সা‌থে তুলনা ক‌রেন।

ইং‌লিশ দৈ‌নিক দ্যা গ্যা‌র্ডিয়া‌নের প্রধান ক্রীড়া লেখক বা‌র্নি র‌নি ও বল দু‌টি নি‌য়ে ব্যঙ্গ ক‌রে ব‌লেন, দুর্ভাগ্যজনক ওয়াইড ও নো।

এবার সা‌ন্টো‌কির বিরু‌দ্ধে সরাস‌রি স্পট ফি‌ক্সি‌য়ের অভি‌যোগ আন‌লেন বাংলা‌দেশ ক্রি‌কেট বো‌র্ডের প‌রিচালক তানজীল চৌধু‌রি যি‌নি এবার সিলেট থান্ডারস দ‌লের পরিচালক হি‌সে‌বে দ্বা‌য়ি‌ত্ব পালন কর‌ছেন।‌ দে‌শের অন্যতম শীর্ষ স্থানীয় দৈনিক কালের কণ্ঠকে তি‌নি বলেন, সান্টোকির মতো কিছু খেলোয়াড় স্পন্সররাই নিয়ে এসেছে। এজেন্টের সঙ্গে ওরাই যোগাযোগ করেছে। সান্টোকি এমন একটি ‘নো’ বল দিয়েছে, যা খুবই সন্দেহ জনক। আমি স্পন্সরদের কাছে জানতে চেয়ে ছিলাম আপনারা প্রথম একাদশ গড়া নিয়ে কোনো হস্তক্ষেপ করেছেন কিনা। ওনারা বলেছেন ‘না।’

সান্টোকিকে একাদ‌শে দে‌খে বেশ অবাক হয়ে ছিলেন তানজিল চৌধু‌রি। সিলেটের স্পন্সর জিভানী ফুট ওয়া‌রের কর্মকর্তারাই এই পেসারকে দলে নিয়েছেন ব‌লে জানান তি‌নি।স্পন্সর প্র‌তিষ্ঠান গু‌লোর কা‌ছে এর কারণ জানতে চাইলেও কোনো উত্তর পাননি তি‌নি। বিষয়টি বিসিবিকে লিখিত ভাবে জানিয়ে‌ছেন ব‌লে জানান বি‌সি‌বির এই প‌রিচালক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »