সাড়ে তিন বছর পর অস্ট্রেলিয়ার টি-২০ দলে স্টিভেন স্মিথ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রায় সাড়ে তিন বছর পর ঘরের মাঠে সিরিজ দিয়ে আবারো টি-২০ ফরম্যাটে ফিরছেন স্টিভেন স্মিথ। ঘরের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাড়ে তিন বছর পর টি-২০ দলে ফেরা স্মিথের সাথে দলে ফিরেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারও। ডেভিড ওয়ার্নার অজিদের হয়ে সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। আর স্টিভেন স্মিথ ২০১৬ সালে সর্বশেষ এই ফরম্যাটে জাতীয় দলের জার্সি জড়িয়ে মাঠে নেমেছিলেন।

১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরে সর্বশেষ অ্যাশেজে খেলেছেন অতিমানবীয় সব ইনিংস, যার কল্যানে অস্ট্রেলিয়ার নির্বাচকরা এবার টি-২০ ফরম্যাটেও ভরসা রাখছে স্টিভেন স্মিথের উপর।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ই অক্টোবর অ্যাডিলেডে শ্রীলঙ্কা বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ দিয়ে এই ফরম্যাটে ফিরবেন স্মিথ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »