সাদা পোষাকেই চোখ এবাদতের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

লম্বা দেহ আর বলের পেসের জন্য এবাদত হোসনকে একজন খাঁটি টেস্ট পেস বোলার বলাই যায়। ইতিমধ্যে সাদা পোষাকে জাতীয় দলের হয়ে অভিষেকও হয়েছে। তবে খুব একটা বেশি আলো ছড়াতে পারেননি সিলেটের এই পেসার। বিপিএল, লিস্টে এ ক্রিকেট ও ঘরোয়া লীগের ম্যাচ গুলো নিয়মিতই খেলেন ২৫ বছর বয়সী এই পেসার। দেশের বাহিরে অভিষেক হয়েছে বাংলাদেশের এমন পেসারের সংখ্য অতি নগণ্য । শুধু পেসার কেন খুব কম খেলোয়াড়েই দেশের বাহিরে কিংবা বড় কোন দলের সাথে অভিষেক হয়েছে।

চলতি বছরের নিউজিল্যান্ড সফরের জাতীয় দলের হয়ে সাদা পোষাকে অভিষেক হয় সিলেটের এই পেসারের। অভিষেকে সেভাবে দ্রুতি ছড়াতে পারেননি এবাদত হোসেন। দুই টেস্টে নিয়েছেন মাত্র একটি উইকেট। রঙ্গিন পোষাকের কোন ফরম্যাটেই এখনও অভিষেক হয়নি এবাদতের। সামনের মাসে ৩ টি টি-২০ ও ২ টি খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। তাই তো রঙ্গিন পোষাকে অভিষেকের কথা না ভেবে ভাবছেন ভারত সফরের সাদা পোষাকে ডাক পাওয়া নিয়ে।

মনোযোগটা এখন সাদা পোষাকে এমন টাই জানিয়েছেন এবাদত।
এবাদত হোসেন বলেন, ‘ আসলে এখন শুধু টেস্টেই ফোকাস করতে চাই। এখন এনসিএল শুরু হয়েছে সেখানে ভালো পারফরম্যান্স করতে চাই৷ আর এনসিএলে ভালো করলে ভারত সফরের ক্যাম্পে ডাকা পাওয়ার সুযোগ থাকবে ৷ ‘

সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ এ দলের হয়ে খেলতে গিয়েছিলেন তিনি। সেখানে নিজের বোলিং নিয়ে বোলিং কোচ চম্পাকা রামানায়েকের সাথে কাজ করার সুযোগ হয় । তাই সেখানে নিজের বোলিং নিয়ে চম্পাকার সাথে কাজ করেন। ধারাবাহিক কিভাবে বল করা যায় সেটা নিয়েই মূলত কাজ করেন। এ সম্পর্কে এবাদত বলেন, ‘ আমরা ওখানে গিয়ে চম্পাকার সাথে মূলত লাল বল নিয়ে কাজ করেছি। আমাদের ধারাবাহিকতার জন্য তিনি কিছু কাজ দিয়েছিলেন সেটা করেছি বাকিটা আল্লাহ ভরসা। আর এই সিরিজে বলতে গেলে আমরা বেশ ভালো বোলিংই করেছি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »