সানিউজ্জামান সরল »
বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ ইন্দ্রিয়ের একজন মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের হয়ে বেশ কয়েকটি বড় জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তবে গত দশ বছরের বিবেচনায় সাদা পোশাকে রিয়াদের মত একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে যতটুকু ধারাবাহিক পারফরম্যান্স পাওয়ার কথা, তা মোটেও পায়নি। লাল বলে রিয়াদ কোথায় গিয়ে যেন খেয় হারিয়ে ফেলেন। এমন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের কাছ থেকে ধারাবাহিকভাবে সার্ভিস না পাওয়া, দলের জন্য বেশ হতাশারই বটে। সবকিছু বিবেচনা করে এবার হয়তো রিয়াদের প্রতি কঠোর হতে যাচ্চে বোর্ড।

HAMILTON, NEW ZEALAND – MARCH 02: Mohammad Mahmudullah of Bangladesh bats during day three of the First Test match in the series between New Zealand and Bangladesh at at Seddon Park on March 02, 2019 in Hamilton, New Zealand. (Photo by Phil Walter/Getty Images)
ক্রিকেটের অভিজাত ফরমেট টেস্ট। এই টেস্ট ক্রিকেট থেকেই এবার বাদ পড়তে যাচ্ছেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা পারফর্মার মাহমুদউল্লাহ। কারণটা সাদা পোশাকে রিয়াদের অধারাবাহিকতা। দীর্ঘ ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে রিয়াদের পরিসংখ্যান বেশ মলিনই বলা চলে।
লাল বলের এই ক্রিকেটে ১ম শতকের পর ২য় শতকের দেখা পেতে সময় নেন দীর্ঘ ৮ বছর। এটাই রিয়াদের অধারাবাহিকতার বড় প্রমাণ। যা তার মত একজন অভিজ্ঞ ক্রিকেটারের ক্ষেত্রে বড্ড বেমানান। ফলে এবার হয়তো সাদা পোশাক থেকে অব্যহতি দেওয়া হচ্ছে ‘সাইলেন্ট কিলার’ ক্ষ্যাত এই ব্যাটসম্যানকে।
একেবারে বাদ না দিলেও অন্তত কিছু সময়ের জন্য হলেও রিয়াদকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হবে। আর তাকে নিজের ক্যারিয়ার নিয়েও ভেবে দেখতে বলা হয়েছে। এমনকি বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ইঙ্গিত দিয়েছে যে, সাদা পোশাকে তার ভবিষ্যৎ পরিকল্পনায় রিয়াদের নাম নেই।
নির্বাচক প্যানেলের একজন ক্রিকবাজকে দেওয়া তার সাক্ষাৎকারে জানান, ‘আমি আমাদের প্রধান কোচ ডোমিঙ্গোকে বলেছিলাম, টেস্ট ক্রিকেটে রিয়াদের ভবিষ্যৎ নিয়ে ওর (রিয়াদ) সাথে কথা বলতে। সে বলেছেন বিষয়টা পুনর্বিবেচনা করে দেখতে এবং রঙিন পোশাকের ক্রিকেটে সংযোগ স্থাপন করতে।’
প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বদলি হিসেবে অধিনায়কের দায়িত্ব পান মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক রিয়াদের পারফরম্যান্সও ছিল বেশ। টানা দুই শতকও হাঁকিয়েছিলেন তিনি। তবে এরপরেই যেন ছন্দপতন। অধারাবাহিকতার বৃত্তে বন্দি সাদা পোশাকে রিয়াদের পারফরম্যান্স এখন বেশ দৃষ্টিকটু।