সাকিবের সাথে যেসব বিষয়ে কথা বলেছেন পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো কাটছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও পরে টানা পাঁচ ম্যাচ হেরে কার্যত গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে টাইগাররা।

নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ম্যাচটিতে পাত্তাই পায়নি সাকিব বাহিনী। ডাচদের বিপক্ষে হারের পর এ বিশ্বকাপকেই বাংলাদেশের ‘সবচেয়ে বাজে’ বিশ্বকাপ বলে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে দলের এমন ব্যর্থতা নিয়ে নানান বিষয়ে সাফাই গেয়েছেন টাইগার দলপতি। গণমাধ্যমে বিসিবি বস পাপন নিজেই সেসব বিষয়ে জানিয়েছেন।

বোর্ড সভাপতি জানান, সাকিব নাকি বলছিলেন, ‘এতগুলো ম্যাচে টানা রান না করার ঘটনা আমার জীবনেই কখনো হয়নি। বুঝতে পারছি না, কেন এমন হচ্ছে।’

বোর্ড সভাপতির কাছে সাকিবের ভাষ্য, ‘আমি নিজেই তো কিছু করতে পারছি না। অন্যদের তাহলে কী বলব?’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »