মমিনুল ইসলাম »
ভারতীয় আর্মি নামটা ক্রিকেট জগতে বেশ পরিচিত নাম। ইংল্যান্ডের যেমন বার্মি আর্মি, ভারতের তেমন ভারত আর্মি। ভারতের বাহিরে ভারতে সমর্থকদের নিয়ো গড়া একটি সংগঠন হচ্ছে ভারতীয় আর্মি। ভারত দেশের বাহিরে যেখানেই খেলতে যাক না কেন সেখানেই অকুন্ঠ সমর্থন দিতে মাঠে থাকেন ভারত আর্মি নামের সংগঠনটি। সম্প্রতি তারা আলোচনায় আসে বর্ষসেরা আন্তর্জাতিক খেলোয়াড় পোলের মাধ্যমে। বর্ষসেরা আন্তর্জাতিক পোলে আন্তর্জাতিক ক্যটাগরিতে জায়গা পান বাংলাদেশের সাকিব আল হাসান।
সাকিন আল হাসান ব্যতীতও পুরষ্কারের জন্য মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের বেন স্টোকস ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ভারত আর্মির টুইটার পোলটি শেয়ার করা হয় রাজস্থান ওয়েলসের অফিসিয়াল পেজে। আর সেখানে তাদের দুই খেলোয়ার বেন স্টোকস ও স্মিথের জন্য ভোট চায়। শুরুর দিকে বেশ এগিয়ে ছিলেন বেন স্টোকস। তবে হঠাৎ করেই এই পোলের খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশে পোলের খবর ছড়িয়ে পড়লে ভোটের দিকে বেশ এগিয়ে যেতে থাকে সাকিব আল হাসান। ভোটের সময় শেষ হওয়ার সময় মোট ১৪ হাজার ভোটের মাঝে প্রায় ৮২ ভাগ ভোট পেয়ে জয় লাভ করে সাকিব আল হাসান। সাকিব আল হাসানের এমন নিরুঙ্কুশ জয় স্বস্তি ফেলো বাংলাদেশি দর্শকদের মাঝে তবে পরোক্ষনেই তা নষ্ট করে দেয় ভারতীয় আর্মি। ভোট শেষ হওয়ার পর দিন তারা জানায় বর্ষসেরা হওয়ার জন্য দেখা হবে খেলোয়াড়দের স্পোর্টস ম্যান স্পিরিট, ধারাবাহিকতা ও দলের জন্য পারফরম্যান্স কতটুকু কাজে লেগেছে।
তারা হঠাৎই ঘোষণা দেন এবারের বর্ষসেরা আন্তর্জাতিক খেলোয়াড় নির্বাচিত হচ্ছেন বেন স্টোকস। ভোট শেষ হওয়ার পর এমন খবর একটু অবাক করাই ছিলো। তবো বেন স্টোকসের থেকে কোন অংশে কম ধারাবাহিক ছিলেন না সাকিব আল হাসান। তবুও কেন এমন সিদ্ধান্ত ভারত আর্মির। শুধু ভোটের গুরুত্ব যদি না থাকো তাহলো শড়ত গুলো আগে না বলে ভোটের পরে বলা হলো কেন? আর সাকিব যদি যোগ্যতাই না রাখো তাহলে সাকিবকে এই পোলে রাখা হলো কেন? সাকিবের সাথে এমন আচরণে হতাশ হয়ে পড়েছেন বাংলাদেশি সমর্থকরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় আর্মির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তে শুরু করেছেন।