সাকিবের ভাবনা জুড়ে ২০২৩ বিশ্বকাপ

নিউজ ডেস্ক »

জুয়াড়ির প্রস্তাব গোপন করার কারণে নিষেধাজ্ঞায় দিন পার করছেন সাকিব আল হাসান। তাই চলতি বছরের অক্টোবরের ২৯ তারিখের আগে মাঠে নামার সুযোগ থাকছে না তার। মাঠের বাইরে থাকলেও বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটারের চোখ এখন ২০২৩ বিশ্বকাপ আসরে।

পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আসর ২০২৩ সালে মাঠে গড়াবে। ভারতে বসতে যাওয়া সেই আসরে বাংলাদেশের জন্য সবকিছুই থাকবে অনেকটা পরিচিত। কারণ এশিয়া মহাদেশের সবগুলো দেশেই পরিবেশ প্রায় সমান। এ বিষয়ে সাকিব মনে করেন, সেই বিশ্বকাপে ভালো করার জন্য বাংলাদেশের খুব বেশি ‘দক্ষযজ্ঞ’র প্রয়োজন নেই।

বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার চিন্তার কথা বলে সম্প্রতি ইনস্টাগ্রামে আলাপকালে সাকিব বলেন, ‘পরবর্তী বিশ্বকাপের জন্য দল নিয়ে কাজ করা যে খুব বেশি দরকার, সেটা নয়। আমার কাছে মনে হয়ে দলের যেটা প্রয়োজন সেটা আছে। এই মুহুর্তে যে দলটা আছে, সেখানে মোটামুটি সবাই ভালো করছে। তবে এসব ক্রিকেটারদের অনেক বেশি পরিচর্যার প্রয়োজন।’

সাকিব আরো বলেন, ‘ভারতে খেলা সেখানকার পরিবেশ সবকিছুই আমাদের মত। তবে আমার মনে হয় আইসিসি ভিত্তিক টুর্নামেন্টে পরিবেশ খুব বেশি একটা পার্থক্য গড়ে দেয় না। তবে উইকেট টা ব্যাটিং সহায়ক থাকে, যেটা আমি ২০১৫ বিশ্বকাপে দেখেছি এমনকি ২০১৯ বিশ্বকাপেও।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »