নিউজ ডেস্ক »
বিশ্বজুড়ে মরণঘাতী করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় ও গরিব অসহায়দের সাহায্যের জন্য নিজের নামে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন নামে একটি সংগঠনের কার্যক্রম শুরু করেছেন সাকিব আল হাসান। এবার তার ফাউন্ডেশনের মাধ্যমে গরিব অসহায়দের জন্য খাদ্য- দ্রব্য নিয়ে পাশে দাঁড়িয়েছে এইস নামে একটি বেসরকারী প্রতিষ্টান।
করোনা ভাইরাস মোকাবেলায় সাকিবের নিজ হাতে গড়া এই সংগঠনের পাশে একে একে এসে দাঁড়াচ্ছেন সমাজের উচ্চবিত্তরা। এবার তাতে নিজেদের নাম লিখিয়ে সামিল হলেন এইস। সাকিবের জন্মস্থান মাগুরাতে গরিব অসহায়দের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে ১৫০০ প্যাকেজ প্রস্তুত করে দিয়েছে তারা। এইসের এই অনুদানের কথা সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এইস কে, মাগুরায় সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোতে প্রয়োজনীয় দ্রব্য ১৫০০ প্যাকেজ বিতরণের জন্য। বর্তমান এই খারাপ সময়ে একে অন্যের পাশে দাঁড়ানো খুবই জরুরি। এইস’এর কাছে আমরা কৃতজ্ঞ এভাবে পাশে এসে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য।‘
উল্লেখ্য, বেসরকারী প্রতিষ্টান এই মূলত কর্মজীবী মানুষদের মাঝে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কাজ করে ভিবিন্ন সময়ে টি-টোয়েন্টি টুর্ণানেন্ট আয়োজন করে। তাছাড়া সমাজের অসহায় মানুষের কল্যাণেও কাজ করে তারা।
নিউজ ক্রিকেট/ এসএস