নিজস্ব প্রতিবেদক »
চলছে করোনার তান্ডব। অায়ের পথ বন্ধ হয়ে গেছে সাধারন খেটে খাওয়া মানুষের অনেকেই, পাওনা টাকা অাদায় করতে ব্যার্থ হচ্ছে। মালিক পক্ষও পরে গেছে দোটানার মধ্যে।
প্রায় সারা দেশেই ঘটছে এমন ঘটনা। ২০ এপ্রিল সোমবার, দেশের নাম করা একটি অনলাইন সহ বেশ কিছু অনলাইন পত্রিকায় খবর প্রকাশিত হয়, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব অাল হাসানের কাঁকড়া খামারের শ্রমিকদের চার মাসের বেতন বকেয়া রেখেছে কতৃপক্ষ। এই কাকড়া খামারের অন্যতম মালিক গাজী সগীর হোসোন পাভেলের সাথে যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করা যায়নি।
সেই সুত্র ধরেই ক্রিকেট নিউজের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয় তার সাথে। অবশেষে ফোনে পাওয়া যায় সগীর হোসেনকে।
নিউজক্রিকেটের সঙ্গে খোলা মেলা অালোচনা করেন পাভেল। তিনি বলেন, ‘নাম করা অনলাইন পত্রিকা গুলোতে যে খবরটি প্রকাশিত হয়েছে, সেখানে অনেক তথ্যই গোপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে চার মাসের বেতন বকেয়া অাছে, কিন্তু বাস্তবে শ্রমিকদের বেতন বাকি রয়েছে এক মাসের। এই খবর প্রকাশিত করার পূর্বেই মালিক পক্ষ থেকে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিলো কর্মরত শ্রমিকদের। তখন বলা হয়েছিলো, অাসছে ৩০ এপ্রিল এই মাসের বেতন পরিশোধ করা হবে।’
কিন্তু কোন এক অসাধু চক্রেক চক্রান্তে অপ্রত্যশিত ভাবেই ২০ এপ্রিলই বেতনের জন্য হাজির হয় শ্রমিকরা। যার ফলে বেতন পরিশোধ করতে ব্যার্থ হয় কতৃপক্ষ।
তিনি অারো বলেন, করোনা ‘পরিস্থিতির কারনে কাঁকড়া দেশের বাইরে রপ্তানি করতে পারছেন না, সেই সাথে বিভিন্ন জায়গায় তাদের পাওনা অর্থ অাটকে অাছে। এই সব কারনেই নানান সমস্যায় পরতে হচ্ছে তাদের।’
সাকিব আল হাসানের খুব কাছের একজন স্বজন জানান, এই ব্যাপারে সাকিব অাল হাসান কিছুই জানেন না। সেই সাথে এই ব্যাবসায় সাকিব নাম মাত্র পার্টনার হিসেবে রয়েছে।
বাংলাদেশ সময়ঃ ৪.০৫ পিএম
নিউজক্রিকেট/এসএসপি